পুজোয় গ্রামের বাসিন্দাদের সেলফি জোন ও শিশু উদ্যান উপহার দিল বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত


মালদহ:- পুজোয় গ্রামের বাসিন্দাদের সেলফি জোন ও শিশু উদ্যান উপহার দিল গ্রামপঞ্চায়েত। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বুলবুলচন্ডী বাবু পাড়া গ্রামে তৈরি করা হয়েছে একটি শিশু উদ্যান ও সেলফি জোন। মূলত শহরাঞ্চলে শিশু উদ্যান থেকে সেলফি জোন তৈরি করা হয়ে থাকে। তবে মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী ব্লকের জনবহুল এলাকা হিসাবে পরিচিত। এখানেই জনসংখ্যা বেশি থাকায় ব্লক সদর হিসাবে পরিচিত। এই গ্রামে শিশুদের বিনোদনের জন্য তেমন কোন জায়গা নেয়। পাশাপাশি এলাকার সৌন্দর্যায়ন প্রয়োজন। তাই বুলবুলচন্ডী সদরে বাবুপুর গ্রামে একটি ফাঁকা জায়গাই শিশু উদ্যানটি তৈরি করা হয়েছে। এর আগে জায়গাটি পঞ্চায়েতের উদ্যোগে সৌন্দর্যায়ন করা হয়েছিল। তবে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে ছিল। বর্তমান পঞ্চায়েতের প্রধান সমীর সাহা জায়গাটির সৌন্দর্যায়ন করতে শিশুদের বিনোদনের জায়গা ও সেলফি জোন গড়ে তুলেছেন। খুশি এলাকার বাসিন্দারা।
শিশুদের খেলার জন্য দোলনা, স্লোপিং, ঘূর্ণি সহ বিভিন্ন খেলার সামগ্রী বসানো হয়েছে। এছাড়াও পার্কের ভেতরে একটি সেলফি জোন তৈরি হয়েছে। সেখানে আই লাভ বুলবুলচন্ডী লেখা রয়েছে। এলাকায় একটি পার্কের প্রয়োজন ছিল স্থানীয়দের। অবশেষে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাঙালির শ্রেষ্ঠ দুর্গা পুজোর মুখে মহালয়ার দিনে শিশুদের বিনোদনের জন্য একটি পার্ক তৈরি হওয়ায় এলাকার শিশুরা খুবই উপকৃত হবেন বলে জানান এলাকার বাসিন্দারা। পাশাপাশি এলাকার প্রাপ্তবয়স্ক থেকে অন্যান্যরাও অবসর সময় এখানে এসে সময় কাটাতে পারবেন।

বাইট:-১/পঞ্চায়েত প্রধান (সমির সাহা)
২/গ্রামবাসী (সুদীপ্ত রায়)

Malda: The gram panchayat has gifted selfie zones and children’s parks to the residents of the village. Bulbulchandi Gram Panchayat has created a children’s park and selfie zone in Bulbulchandi Babu Para village. Selfie zones are created mainly from children’s parks in urban areas. However, bulbulchandi block of Habibpur block of Malda is known as a populated area. This is where the population is high and is known as the block headquarters. This village takes up a lot of space for the entertainment of the children. Besides, the area needs to beautify. Therefore, the children’s park has been built on an empty land in Babupur village of Bulbulchandi Sadar. Earlier, the place was beautified at the initiative of the panchayat. However, due to lack of reform, it was lying in a state of disrepair. Samir Saha, the head of the present panchayat, has created a children’s entertainment space and selfie zone to beautify the place. The residents of the area are happy.

Various play materials, including swings, sloping, whirlpools, have been installed for children’s play. A selfie zone has also been created inside the park. I love Bulbulchandi is written there. Locals needed a park in the area. Finally, at the initiative of the gram panchayat, a park has been set up for the entertainment of the children on the day of Mahalaya in the face of the best Durga Puja of Bengalis, the residents of the area said. In addition, others from the adults of the area will also be able to spend leisure time here.

Byte:-1/Head of Panchayat (Samir Saha)
2/ Villagers (Sudipta Roy)

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights