মালদহ:- পুজোয় গ্রামের বাসিন্দাদের সেলফি জোন ও শিশু উদ্যান উপহার দিল গ্রামপঞ্চায়েত। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বুলবুলচন্ডী বাবু পাড়া গ্রামে তৈরি করা হয়েছে একটি শিশু উদ্যান ও সেলফি জোন। মূলত শহরাঞ্চলে শিশু উদ্যান থেকে সেলফি জোন তৈরি করা হয়ে থাকে। তবে মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী ব্লকের জনবহুল এলাকা হিসাবে পরিচিত। এখানেই জনসংখ্যা বেশি থাকায় ব্লক সদর হিসাবে পরিচিত। এই গ্রামে শিশুদের বিনোদনের জন্য তেমন কোন জায়গা নেয়। পাশাপাশি এলাকার সৌন্দর্যায়ন প্রয়োজন। তাই বুলবুলচন্ডী সদরে বাবুপুর গ্রামে একটি ফাঁকা জায়গাই শিশু উদ্যানটি তৈরি করা হয়েছে। এর আগে জায়গাটি পঞ্চায়েতের উদ্যোগে সৌন্দর্যায়ন করা হয়েছিল। তবে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে ছিল। বর্তমান পঞ্চায়েতের প্রধান সমীর সাহা জায়গাটির সৌন্দর্যায়ন করতে শিশুদের বিনোদনের জায়গা ও সেলফি জোন গড়ে তুলেছেন। খুশি এলাকার বাসিন্দারা।
শিশুদের খেলার জন্য দোলনা, স্লোপিং, ঘূর্ণি সহ বিভিন্ন খেলার সামগ্রী বসানো হয়েছে। এছাড়াও পার্কের ভেতরে একটি সেলফি জোন তৈরি হয়েছে। সেখানে আই লাভ বুলবুলচন্ডী লেখা রয়েছে। এলাকায় একটি পার্কের প্রয়োজন ছিল স্থানীয়দের। অবশেষে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাঙালির শ্রেষ্ঠ দুর্গা পুজোর মুখে মহালয়ার দিনে শিশুদের বিনোদনের জন্য একটি পার্ক তৈরি হওয়ায় এলাকার শিশুরা খুবই উপকৃত হবেন বলে জানান এলাকার বাসিন্দারা। পাশাপাশি এলাকার প্রাপ্তবয়স্ক থেকে অন্যান্যরাও অবসর সময় এখানে এসে সময় কাটাতে পারবেন।
বাইট:-১/পঞ্চায়েত প্রধান (সমির সাহা)
২/গ্রামবাসী (সুদীপ্ত রায়)
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.