এলআইসি আই কর্মীদের বিক্ষোভ


কুরিমপুরঃ আজ নদীয়ার করিমপুরে এলআইসি আই অফিসের সামনে এলআইসিআই এজেন্টের বিক্ষোভ সমাবেশ হয়। এরা কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবী দাওয়া রাখেন। কর্মীদের ঠিকমত কমিশন গ্র্যাচুইটি ইন্সুরেন্স ইত্যাদি প্রদানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যর্থ। এরই দাবিতে পহেলা সেপ্টেম্বর থেকে এ আন্দোলন শুরু দফায় দফায় চলছে এ আন্দোলন ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত এই আন্দোলন এসে পৌঁছেছে । লিয়াফি সংস্থার পক্ষ থেকে আন্দোলন। লিয়াফি এর করিমপুর শাখার সম্পাদক সিতাংশু কুমার বিশ্বাস আমাদের জানান যে তাদের দাবি মেনে না নেওয়া হলে এই আন্দোলন বৃহত্তর পর্যায়ে পৌঁছবে এবং অনির্দিষ্টকাল ধরে চলবে। Kurimpur: A protest rally of LICI agents was held in front of the LIC I office at Karimpur in Nadia today. They make various demands to the authorities. The higher authorities have failed to provide proper commission gratuity insurance etc. to the employees. The movement has been going on in phases since September 1, 2019, and the movement has reached till September 30. Movement on behalf of the Liafi Organization. Sitanshu Kumar Biswas, secretary of Karimpur branch of Liafi, told us that if their demands are not met, the movement will reach a larger scale and continue indefinitely.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights