একতা ফাউন্ডেশনের সেচ্ছায় রক্তদান


কলকাতাঃ রবিবাসরীয় সকালে একটা ফাউন্ডেশনের পক্ষ থেকে একতা উৎসবের পরিচালনায় এলেন পার্কে স্বর্গিয় খালিদ এবাদুল্লাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত হয় এক সেচ্ছায় রক্তদান শিবিরের ,পাশাপাশি এদিন আয়োজিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও। এদিন প্রায় ৭০০র বেশি রক্তদাতা সেচ্ছায় রক্তদান করেন।পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতারও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত উল্লেখ্য সমাজের বুকে খালেক এবাদূল্লাহ র ভূমিকা অনস্বীকার্য, তার আকস্মিক প্রয়াণে স্বভাবতই হতবাক সকলে, কিন্তু তার কর্ম কান্ডকে সাধারণ মানুষের মনের মণিকোঠায় মনে রাখতে অভূতপূর্ব উদ্যোগ নেয় একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে। মুখ্য আহ্বায়ক সাব্বির ও জাভেদ, তাই তাদের এই সামাজিক প্রয়াসকে স্বাধুবাদ জানান সকলে, এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট।

Kolkata: A voluntary blood donation camp was organised by a foundation to pay tribute to the late Khalid Ebadullah at Ellen Park under the auspices of the Ekta Utsav on Sunday morning, as well as a free health check-up camp. On this day, more than 700 blood donors donated blood voluntarily. Along with the men, the presence of female blood donors was also noticeable. It is to be noted that the role of Khalek Ebadullah in the heart of the society is undeniable, everyone is naturally shocked by his sudden demise, but the Ekta Foundation took an unprecedented initiative to remember his actions in the minds of the common people. Sabbir and Javed, the main conveners, congratulated their social efforts, on the occasion of this program, the Chander Hat was held.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights