তৃণমূল কর্মাধ্যক্ষের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ


মালদা: তৃণমূল কর্মাধ্যক্ষের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ। ইংলিশ বাজার ব্লকের যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামো কর্মাধ্যক্ষ নুরুল সেখের বিরুদ্ধে রাস্তার ধারে থাকা একটি সরকারি আম গাছ কাটার অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। উল্লেখ্য যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বুরুজ পাড়ায় রাস্তার ধারে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি আম গাছ ছিল। অভিযোগ সেই আমগাছ দলবল নিয়ে বৃহস্পতিবার সকালে কেটে ফেলে ওই তৃণমূল সদস্য। বিষয়টি জানাজানি হতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইংলিশ বাজার থানার পুলিশ। অভিযোগ উঠেছে সরকারি এই আম গাছ প্রকাশ্য দিবালোকে কেটে ফেলা হলেও সরকারি কোনো নির্দেশিকা ছিল না। এমনকি স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হয়নি। এই বিষয়ে তৃণমূল নেতা তথা যদুপুর দুই দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামো কর্মাধ্যক্ষ নুরুল শেখ ক্যামেরার সামনে কিছু না বললেও মৌখিক ভাবে জানান, গাছটি ভেঙে পড়ছিল। অনেক গ্রামবাসী আহত হয়েছেন। তাই গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে আজ সকালে গাছটি কাটে ফেলে। এদিকে প্রকাশ্য দিবালোকে সরকারি আম গাছ কেটে ফেলাকে নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে এই সরকারি গাছটি অনেকদিন ধরেই এই অবস্থায় ছিল। তাহলে আগে থেকে বিষয়টি গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক স্তরে জানানো হয়নি কেন। হঠাৎ করে কেন গাছটি আজ কাটা হল। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Malda: Trinamool Congress (TMC) president has been accused of cutting government trees. Nurul Sheikh, the industrial and infrastructure officer of Jadupur No. 2 gram panchayat in English Bazar block, has been accused of cutting a government mango tree on the roadside. However, he claimed that the allegations were baseless. It is to be noted that there was a mango tree at a distance of a stone from the trinamool leader’s house on the roadside in Buruj para of Jadupur No. 2 gram panchayat. It is alleged that the trinamool member cut the mango tree on Thursday morning. After getting information about the matter, the english bazar police reached the spot. It has been alleged that the government mango tree was cut in broad daylight, but there was no government directive. Even the local gram panchayat authorities were not informed about this. Nurul Sheikh, tmc leader and industrial and infrastructure officer of Jadupur No. 2 gram panchayat, did not say anything in front of the camera, but verbally said that the tree was falling. Many villagers were injured. So the villagers took the initiative and cut down the tree this morning. Meanwhile, several questions have started to be raised about the cutting of government mango trees in broad daylight. The question arises that this government tree has been in this condition for a long time. Then why was the matter not reported to the gram panchayat or block level in advance? Why was the tree suddenly cut down today? However, an investigation into the whole incident has begun.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights