আজ ২৮ সেপ্টেম্বর বুধবার আন্তর্জাতিক “তথ্য অধিকার দিবস।“– সচেতনতা হলো আজকের সমাজের “মহাঔষধি” সামান্য সচেতনতা রুখে দিতে পারে বড় বড় বিপদ….


আজ বুধবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘তথ্যপ্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’। বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মধ্যে নিজ নিজ দেশের সবধরণের তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৮ সেপ্টেম্বর এ দিবসটি পালিত হয়।
‘তথ্যের অবাধ, সঠিক ও সময়োচিত প্রকাশ একদিকে যেমন দেশের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে, অন্যদিকে কর্তৃপক্ষের সুশাসন নিশ্চিত হবে, জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক সমুন্নত থাকবে।’ তথ্য কমিশন সরকারের সার্বিক সহযোগিতায় তথ্য অধিকার আইনের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জনগণের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বিরাজমান বাধা দূর করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন মাধ্যমে স্বপ্রণোদিত তথ্য প্রকাশের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। জনগণ যত তথ্য পাবে, তাদের জীবন মানের তত উন্নয়ন ঘটবে।—-

তথ্য অধিকার আইন( RTI অ্যাক্ট):তথ্যের অধিকার আইন (Right to Information Act 2005) যা কেবলমাত্র RTI (Right to Information Act) নামে পরিচিত, একটি বৈপ্লবিক আইন যার লক্ষ্য ভারতে সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা বৃদ্ধি করা।তথ্য অধিকার আইন 2005 সালে দুর্নীতি বিরোধী কর্মীদের অব্যাহত প্রচেষ্টার পরে অস্তিত্ব লাভ করে।2005 সালের তথ্য অধিকার আইন প্রণয়নের জন্য দুর্নীতি ও কেলেঙ্কারি, আন্তর্জাতিক চাপ এবং সক্রিয়তা, আধুনিকীকরণ এবং তথ্য সমাজের মতো কারণগুলি দায়ী ছিল। তথ্য অধিকার আইন 2005:গুরুত্বপূর্ন তারিখ| Right to Information Act 2005: Important Date
• আইন প্রণয়ন: RTI আইনটি 15 জুন 2005-এ ভারতের সংসদের আইন দ্বারা তৈরি করা হয়েছে।
• কার্যকর হবার তারিখ: 12 অক্টোবর 2005-এ কোটি কোটি ভারতীয় নাগরিকদের তথ্য প্রদানের জন্য তখন থেকেই কার্যকর করা হয়েছে।
Right to Information Act 2005
তথ্য অধিকার আইন 2005: ঐতিহাসিক পটভূমি| Right to Information Act 2005: Historical Background
• 1948 সালের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গ্রহণ: এটি সীমানা নির্বিশেষে যেকোন মিডিয়ার মাধ্যমে সকলকে তথ্যের সন্ধান, গ্রহণ করার, তথ্য ও ধারণা পাওয়ার অধিকার প্রদান করেছে। এটি ভারতে তথ্যের অধিকারের দাবিকে আরও জোরালো করেছে।
• ইন্টারন্যাশনাল কভেন্যানট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস 1966: এতে বলা হয়েছে যে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা, সকল প্রকার তথ্য ও ধারণা পাওয়ার এবং প্রদানের স্বাধীনতার অধিকার থাকবে।
• রাজ নারায়ণ বনাম উত্তর প্রদেশ রাজ্য মামলা: সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে তথ্যের অধিকার সংবিধানের 19 আর্টিকেলের অধীনে মৌলিক অধিকার হিসাবে বিবেচিত হবে।
তথ্য অধিকার আইন 2005:মূল উদ্দেশ্য| Right to Information Act 2005: Main Objectives
• তথ্য অধিকার আইনের লক্ষ্য হল একটি সক্ষম ইকোসিস্টেম তৈরি করা যেখানে নাগরিক এবং সরকার উভয়েরই দ্বিমুখী যোগাযোগ থাকবে।
• নাগরিকরা সরকারের কার্যকারিতা সম্পর্কে সচেতন এবং কীভাবে সরকার তার কর রাজস্ব ব্যয় করছে এবং শেষ পর্যন্ত আরও প্রাসঙ্গিক এবং নাগরিকদের প্রয়োজন অনুসারে নীতি প্রণয়নে অংশগ্রহণ করছে।
• এটির লক্ষ্য একটি উন্মুক্ত, স্বচ্ছ এবং কার্যকর সরকার তৈরি করা- দেশে সুশাসনের মূল উপাদান।
তথ্য অধিকার আইন 2005 এর প্রধান বৈশিষ্ট্যগুলি| Highlights of the Right to Information Act 2005
আরটিআই আইনের প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে ছবির ফলাফল হল-
RTI আইন 2005 এর প্রধান বৈশিষ্ট্য:
• সরকারের কাছ থেকে কোন প্রশ্ন জিজ্ঞাসা করুন বা কোন তথ্য চাইতে.
• যেকোনো সরকারি নথির কপি নিন।
• কোনো সরকারি নথি পরীক্ষা করুন।
• যে কোনো সরকারি কাজ পরিদর্শন করুন।
• যেকোনো সরকারি কাজের উপকরণের নমুনা নিন।
তথ্য অধিকার আইনের মূল পারপাস গুলির মধ্যে রয়েছ| One of the main purpose of the Right to Information Act
• সরকারকে প্রশ্ন করার জন্য নাগরিকদের ক্ষমতায়ন করা।
• সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা।
• সরকারের দুর্নীতি দমনে সহায়তা করা এবং জনগণের জন্য আরও ভালোভাবে কাজ করা।
• সরকারী ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে প্রয়োজনীয় নজরদারিকারী নিশ্চিত করা।

তথ্য অধিকার আইন 2005: গুরুত্ব| Right to Information Act 2005: Importance
ভারতের নাগরিকরা RTI এর মাধ্যমে তথ্যের সত্যতা যাচাই করতে পারে , দুর্নীতি রোধ করতে পারে এবং প্রতিটি সরকারি কর্তৃপক্ষের কাজে জবাবদিহিতা করতে পারে।

তথ্য অধিকার আইন 2005: ভারতীয় সংবিধানের 19 অনুচ্ছেদের প্রেক্ষাপটে গুরুত্ব| Right to Information Act 2005: Significance in the context of Article 19 of the Indian Constitution
আর্টিকেল 19 এবং আর্টিকেল 21 সংবিধানের 3 তম অংশের অধীনে আসে যা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার গুলোর মধ্যে পড়ে। তথ্য অধিকার(RTI )সংবিধানের মৌলিক অধিকার হিসাবে বিবেচিত যা ভারতের নাগরিকদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের রেকর্ডগুলিতে অ্যাক্সেস দেয়। RTI আইনটি নাগরিকদের গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারের একটি আইনসংগ্রাহক বলা যেতে পারে।

তথ্য জানার অধিকার আমাদের সাংবিধানিক, চাইলে চাওয়া যায় সরকারি নথিও! দেশের RTI আইন নিয়ে জানুন বিশদে! এই বিষয়ে এবার আলোকপাত করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রাচী মিশ্র (Prachi Mishra)।
#নয়াদিল্লি: প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আমরা যতই সমালোচনা করি না কেন, আদতে গণতান্ত্রিক সংবিধান কিন্তু দেশের নাগরিকদের হাতে অনেক ক্ষমতাই তুলে দিয়েছে। তার মধ্যেই একটি হল তথ্য জানার অধিকার বা Right To Information, সংক্ষেপে RTI। এই বিষয়ে এবার আলোকপাত করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রাচী মিশ্র (Prachi Mishra)।
২০০৫ সালের Right To Information অ্যাক্ট আদতে কী? দেশের নাগরিক সরকারি কর্তৃপক্ষের কাছে যে কোনও তথ্য জানতে চাইতে পারে। এই তথ্য জানার অধিকার এবং আবেদন করার পদ্ধতিই Right To Information নামে সুপরিচিত। সংবিধানের এই অ্যাক্ট অনুসারে জনৈক নাগরিকের আবেদন করার ৩০ দিনের মধ্যে সরকারি কর্তৃপক্ষ সেই তথ্য দিতে বাধ্য থাকে। অ্যাক্টের অধীন Information বা তথ্য কী কী হতে পারে?
তথ্যের বস্তুত নানা ফর্ম্যাট থাকতে পারে, এর মধ্যে বেশ কিছু ফর্ম্যাট আবার ইলেকট্রনিকও, যেমন- রেকর্ড, ডকুমেন্ট, মেইল, ওপিনিয়ন, প্রেস রিলিজ, অর্ডার, রিপোর্ট ডেটা ইত্যাদি। প্রসঙ্গত, সরকারি কর্তৃপক্ষের অধীনে যদি কোনও পাবলিক বডি থাকে, তাহলে তার তথ্যও নাগরিকের জানার অধিকার আছে।
Right To Information অ্যাক্ট অনুসারে কী ধরনের তথ্য জানতে পারা যায়?
সহজ ভাবে বললে নাগরিক সরকারের কাজকর্ম সম্পর্কিত যে কোনও ধরনের তথ্য জানতে চাইতে পারে। তাই যে কোনও সরকারি প্রতিষ্ঠান, এমনকি সংসদীয় নথিও নাগরিককে দেখার এবং জানার অধিকার দিয়ে থাকে এই আইন।
RTI কী ভাবে ফাইল করতে হয়?
নাগরিককে এক্ষেত্রে Public Information Officer, সংক্ষেপে PIO-র সংশ্লিষ্ট দফতরে আবেদনপত্র জমা দিতে হয়। সঙ্গে ফি জমা করতে হয় ১০ টাকা। ৩০ দিনের মধ্যে উত্তর না পেলে পরবর্তী পদক্ষেপ হিসাবে Central Information Commission, সংক্ষেপে CIC-এর কাছে আবেদন জানানো যায়।
আবেদনপত্রের বিশেষ কোনও ধরন আছে কি?
না, নাগরিক যে ভাবে স্বচ্ছন্দবোধ করবেন, সে ভাবেই আবেদন করতে পারেন। তবে আবেদনপত্রে যে তথ্য চাওয়া আছে সে সম্পর্কে যতটা বিশদে সম্ভব উল্লেখ করতে হবে, একই সঙ্গে নাম এবং ঠিকানা থাকাও আবশ্যক।
RTI Act কি নাগরিককে সম্পূর্ণ তথ্য দেয়?
ক্ষেত্রবিশেষে RTI Act নাগরিককে আংশিক তথ্যও দিতে পারে, এই বিষয়ে আইনের ১০ নম্বর ধারায় অনুমোদন দেওয়া হয়েছে।
আবেদনপত্রে তথ্য কেন জানতে চাওয়া হচ্ছে সেটা উল্লেখ করার প্রয়োজন পড়ে?
না, এই বিষয়টি আবেদকের ইচ্ছাধীন- প্রয়োজন মনে হলে তিনি করতে পারেন, না করলেও অসুবিধা নেই।
PIO কি তথ্যদানে অস্বীকার করতে পারে?
RTI Act-এর ৮ নম্বর ধারায় এই বিষয়ে PIO-কে ১১টি ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়েছে। এই ক্ষেত্রবিশেষে PIO তথ্যদানে আইনত অস্বীকার করতে পারে। এগুলি হল- বিদেশ সরকারের গোপন নথি, দেশের নিরাপত্তা রক্ষার পক্ষে হানিকর তথ্য, সরকারের কূটনৈতিক তথ্য, দেশের উন্নতির সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞাননীতি এবং অর্থনীতি, আইনসভার বিশেষ কোনও নীতির লঙ্ঘন সংক্রান্ত বিষয় ইত্যাদি।
এমন কোনও সংগঠন কি আছে যাকে এই আইনের আওতা থেকে অব্যাহতি দেওয়া হয়?
সরকারের বেশ কিছু গোয়েন্দা এবং সুরক্ষা দফতর এই আইনের হাত থেকে অব্যাহতি পেয়েছে। যদি দুর্নীতির অভিযোগ না ওঠে এবং মানবাধিকার লঙ্ঘণ করা না হয়, তাহলে এই সংগঠনগুলো নাগরিকের আবেদনের প্রত্যুত্তরে তথ্য দিতে বাধ্য নয়। এই বিষয়টি আইনের দ্বিতীয় প্রস্তাবনায় স্বীকৃত হয়েছে।——

Today is International Right to Information Day. The day is being celebrated in India as in other countries of the world. The theme of this year’s day is ‘Ensure people’s right to information in the era of information technology’. This day is celebrated every year on September 28 to raise awareness among the people of different countries of the world about the right to know all kinds of information in their respective countries.
“Free, accurate and timely disclosure of information will raise awareness among the people of the country on the one hand, while on the other hand good governance of the authorities will be ensured, the relationship of trust between the people and the state will be maintained. The Information Commission, with the overall cooperation of the government, has been working relentlessly to reach the benefits of the Right to Information Act to the doorsteps of the people and continues its efforts to remove the existing barriers to people’s access to information. The amount of self-motivated information published by public and private organizations through various means is gradually increasing. The more information people get, the better their quality of life will be. —-

Right to Information Act 2005, also known as RTI (Right to Information Act), is a revolutionary law aimed at increasing transparency in government institutions in India. The Right to Information Act came into existence in 2005 after continued efforts by anti-corruption activists. Factors such as corruption and scandals, international pressure and activism, modernization and information society were responsible for the enactment of the Right to Information Act of 2005. Right to Information Act 2005: Important date| Right to Information Act 2005: Important Date
• Enactment: The RTI Act was enacted by an Act of parliament of India on 15 June 2005.
• Date of commencement: 12 October 2005 has been implemented since then to provide information to crores of Indian citizens.

Right to Information Act 2005
The Right to Information Act 2005: Historical Background| Right to Information Act 2005: Historical Background
• Adoption of the Universal Declaration of Human Rights of 1948: It gave everyone the right to search for, receive, receive information and ideas through any media, regardless of borders. This has further strengthened the right to information demand in India.
• International Covenant on Civil and Political Rights 1966: It states that everyone shall have the right to freedom of expression, freedom to access and provide all kinds of information and ideas.
• Raj Narain vs State of Uttar Pradesh case: The Supreme Court has ruled that the right to information shall be considered as a fundamental right under Article 19 of the Constitution.
Right to Information Act 2005: The main objective| Right to Information Act 2005: Main Objectives
• The right to information act aims to create an enabling ecosystem where both citizens and governments will have two-way communication.

• International Covenant on Civil and Political Rights 1966: It states that everyone shall have the right to freedom of expression, freedom to access and provide all kinds of information and ideas.
• Raj Narain vs State of Uttar Pradesh case: The Supreme Court has ruled that the right to information shall be considered as a fundamental right under Article 19 of the Constitution.
Right to Information Act 2005: The main objective| Right to Information Act 2005: Main Objectives
• The right to information act aims to create an enabling ecosystem where both citizens and governments will have two-way communication.
• Citizens are aware of the effectiveness of the government and how the government is spending its tax revenues and ultimately participating in the formulation of policies that are more relevant and according to the needs of the citizens.
• It aims to create an open, transparent and effective government – a key element of good governance in the country.
The main features of the Right to Information Act 2005| Highlights of the Right to Information Act 2005
Among the main objectives of the RTI Act are the result of the picture-
The main features of the RTI Act 2005 are:

• Ask any questions from the government or ask for any information.
• Take a copy of any government document.
• Check any government documents.
• Visit any government work.
• Take a sample of any government work materials.
This is one of the main purposes of the Right to Information Act| One of the main purpose of the Right to Information Act
• Empowering citizens to question the government.
• To increase transparency and accountability in the work of the government.
• To help the government curb corruption and to work better for the people.
• Ensuring the necessary monitors about the effectiveness of the government system.

Right to Information Act 2005: Importance| Right to Information Act 2005: Importance
Citizens of India can verify the veracity of information through RTI, prevent corruption and hold every government authority accountable.

Right to Information Act 2005: Importance in the context of Article 19 of the Indian Constitution| Right to Information Act 2005: Significance in the context of Article 19 of the Indian Constitution
Article 19 and Article 21 fall under The 3rd Part of the Constitution which falls within the fundamental rights of the Constitution of India. The Right to Information (RTI) is considered a fundamental right of the Constitution which gives the citizens of India access to the records of the Central Government and the State Governments. The RTI Act can be said to be a statutory of important fundamental rights of citizens.

Our right to information is constitutional, if you want, you can also ask for government documents! Learn more about the country’s RTI law! Supreme Court lawyer Prachi Mishra is now highlighting this issue.
#নয়াদিল্লি: No matter how much we criticize the administrative system, in fact, the democratic constitution has given a lot of power to the citizens of the country. One of them is the right to information or right to information, in short, RTI. Supreme Court lawyer Prachi Mishra is now highlighting this issue.
What exactly is the Right to Information Act of 2005? Citizens of the country can ask for any information from the government authorities. The right to know this information and the method of applying is known as Right to Information. According to this Act of the Constitution, the government authorities are obliged to provide that information within 30 days of the application of a citizen. What can be the information or information under the Act?

There can actually be different formats of information, some of which are electronic, such as records, documents, mails, opinions, press releases, orders, report data, etc. In fact, if there is a public body under the government authority, then the citizen has the right to know its information.
According to the Right to Information Act, what kind of information can be found?
Simply put, citizens may want to know any kind of information related to the functioning of the government. Therefore, any government institution, even parliamentary documents, gives citizens the right to see and know.
How to file an RTI?
In this case, the citizen has to submit the application form to the concerned office of the Public Information Officer, in short PIO. You have to deposit a fee of Tk 10. If there is no response within 30 days, you can apply to the Central Information Commission, for short, the CIC, as the next step.
Is there a special type of application form?

No, citizens can apply the way they feel comfortable. However, the information sought in the application form should be mentioned in as much detail as possible, as well as the name and address.
Does the RTI Act give complete information to the citizen?
In particular, the RTI Act can also give partial information to the citizen, which has been approved in Section 10 of the Act in this regard.
It is necessary to mention why the information is being asked in the application form?
No, this is the will of the applicant – he can do it if he feels the need, even if he does not, there is no problem.
Can the PIO refuse to provide information?
Section 8 of the RTI Act gives freedom to the PIO in 11 cases in this regard. In this case, the PIO may legally refuse to provide information. These are secret documents of the foreign government, information harmful to the security of the country, diplomatic information of the government, scientific policies related to the development of the country and the economy, matters related to violation of any special policy of the legislature, etc.

Are there any organisations that are exempted from the purview of this Act?
Several intelligence and security departments of the government have been exempted from the law. If allegations of corruption are not raised and human rights are not violated, these organisations are not obliged to provide information in response to citizens’ petitions. This has been recognized in the second preamble of the law. ——

 

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights