নবদ্বীপে DYFI এর গ্রামজোড়ো সাইকেল জ্যাঠা কর্মসূচী


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ রাজ্য জুরে রাজ্য সরকারের একাধিক দূর্নীতির বিরুদ্ধে ও সম্প্রতি বর্ধমানে আইন অমান্য আন্দোলনে পুলিশের হাতে আটক হওয়া বাম নেতা কর্মীদের অবিলম্বে নিঃস্বার্থ মুক্তির দাবীতে, আজ বুড়োকালী তলা মোড় থেকে এই কর্মসূচী শুরু হয় বিকেল ৪.৩০ মিনিটে সংগঠনের নবদ্বীপ লোকাল কমিটির সভাপতি অভিজিৎ দত্ত বলেন রাজ্যের পাশাপাশি নবদ্বীপ শহরের ও নবদ্বীপের পার্শ্ববর্তী মহিশুরা ও বাবলারি পঞ্চায়েত সেখানেও চলছে বিভিন্ন দূর্নীতি।সাধারণ মানুষের পরিষেবা ঠিকঠাক ভাবে পাচ্ছেনা, আমরা এই কর্মসূচীর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে তা জানাতে চাই। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থক।

Gopal Biswas, Nadia: The programme started from Burokali Tala intersection today, demanding the immediate selfless release of left leaders and activists who were recently detained by the police during the law-breaking movement in Burdwan in the state during the agitation against several corruptions of the state government. At 4.30 pm, Abhijit Dutta, president of the organization’s Nabadwip local committee, said that along with the state, various corruptions are going on in Nabadwip town and adjoining Mahishura and Bablari panchayats of Nabadwip. The services of the common people are not getting properly, we want to reach out to the common people through this program. Several leaders and activists of the organization were present in the program.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights