মহাপঞ্চমী শুভ সন্ধ্যায় বেদমন্ত্র উচ্চারণের উদ্বোধন হল নবদ্বীপ অমর ভারতী ক্লাবের ৫১তম দূর্গা উৎসবের


গোপাল বিশ্বাস, নদীয়া -ঃ শারদীয়া দুর্গা উৎসবে নবদ্বীপ অমর ভারত ক্লাবের সার্বজনীন দূর্গাপূজা মন্ডপের‌ দারোদ্বঘাটন করলেন ক্লাব সম্পাদক শ্যামাপ্রসাদ পাল । এরপর নবদ্বীপ বিশ্বকল্যান ফাউন্ডেশনের পূরোহিতগনের সমবেত বেদমন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে প্রতিমার আবরণ উন্মোচন করলেন ,নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহাসচিব মাননীয় কিশোর কৃষ্ণ গোস্বামী মহাশয়। সেই সঙ্গে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বোলন করেন বিশিষ্ট কীর্তন গায়িকা গৌরী পন্ডিত মহালয়ার। এদিন সন্ধ্যায় নবদ্বীপ অমর ভারতী ক্লাবের দূর্গা প্রতিমার‌ আবরণ উন্মোচন করে কিশোর কৃষ্ণ গোস্বামী বলেন বিশ্বে নারী শক্তি হল একমাত্র শক্তি। এছাড়া ক্লাব সম্পাদক পাল বলেন আমাদের এই ক্লাব গত বছর ৫০ বছর পূর্তি হয়েছে। কিন্তু সেইসময় দেশে অতিমারী করোনার কারনে আমরা কোন অনুষ্ঠান আয়োজন করতে পারি নি। এবছর অবস্থা কিছুটা হলেও স্বাভাবিক হওয়ায় এবছর ৫১তম বর্ষ-এ দেবীপক্ষে মা দূর্গার আরাধনায় ব্রতী হয়েছি,তবে সরকারি সমস্ত নিয়ম মেনেই আমরা উৎসবের দিনগুলি পালন করতে চাই এবং জনসাধারণের কাছে আহ্বান জানাব তারাও যেন সমস্ত নিয়ম মেনে চলেন,কারণ করোনা বিদায় নিলেও নতূন করে ডেঙ্গু নামক আর একটি ভাইরাস দেখা দিয়েছে।সেই কারনেই সকলকে সাবধনতা অবলম্বন করার আহ্বান জানান। এদিনের আনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার একাধিক কাউন্সিলর সহ নবদ্বীপ নাগরিক কমিটির সভাপতি দিলীপ চ্যাটার্জী সহ অনেকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের পূষ্প স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় ক্লাবে‌র পক্ষ থেকে সেই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সাংবাদিক বন্ধুদেরকেও একই বরণ করা হয় অমর ভারতী ক্লাবের পক্ষ থেকে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় স্থানীয় বিভিন্ন শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Nabadwip Amar Bharat Club Secretary Shyama Prasad Pal inaugurated the Universal Durga Puja Mandap at The Sharadiya Durga Festival. After this, the purohits of Nabadwip Vishwakalyan Foundation unveiled the cover of the idol with the recitation of the Veda mantra, Hon’ble Kishore Krishna Goswami, Secretary General of Nabadwip Gaudiya Vaishnava Samaj. At the same time, renowned kirtan singer Gauri Pandit Mahalayar lit the mangal lamp. Unveiling the durga idol of Nabadwip Amar Bharati Club this evening, Kishore Krishna Goswami said that women power is the only force in the world. Club secretary Pal said, “Our club completed 50 years last year. But at that time we could not organize any program due to the epidemic corona in the country. This year, as the situation is somewhat normal, this year in the 51st year, we are engaged in the worship of Goddess Durga, but we want to celebrate the festival days in accordance with all the rules of the government and urge the public to follow all the rules, because even after the corona has gone away, another virus called dengue has appeared. That’s why he urged everyone to take precautions. Several councilors of Nabadwip Municipality and President of Nabadwip Nagarik Samiti Dilip Chatterjee were present on the occasion. The guests present at the event were welcomed with a wreath by the club as well as various journalist friends present at the event. After the opening ceremony, a cultural program started with various local artists.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights