নবদ্বীপ যোগায়ণের বস্ত্র বিতরণ


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ পুজোর আনন্দ সকলের সাথে ভাগ করে নিতে ও সকলের পরুক নতুন পোশাক, এই কথা মাথায় রেখে নবদ্বীপ শহরের অন্যতম যোগ শিক্ষা প্রতিষ্ঠান যোগায়ণ। যোগ প্রশিক্ষণের পাশাপাশি তারা বছর ভর বিভিন্ন সামাজিক কাজে নিযুক্ত থাকে। পুজোর আনন্দ সকলের সাথে ভাগ করে নিতে তারা উদ্যোগি হয়েছে। নবদ্বীপ যোগায়ণের তরফে সাধারণ মানুষের মধ্যে নতুন পোশাক বিতরণ। যোগায়ণের প্রশিক্ষক গৌর গোপাল সাহা জানায় মানুষের জন্য কিছু করতে পারা ভাগ্যের বিষয়, চেষ্টা করেছি পুজো উপলক্ষে সাধ্য মত মানুষের মধ্যে নতুন পোশাক তুলে দেবার সকলের সহায়তায় তা সফল হলো। তিনি আরও বলেন এদিন প্রায় তিনশত মানুষের মধ্যে এই নতুন পোশাক তুলে দেওয়া হয়।

Gopal Biswas, Nadia: Yogayan, one of the yoga educational institutions of Nabadwip city, keeping in mind that the joy of The Puja should be shared with everyone and everyone should wear new clothes. In addition to yoga training, they are engaged in various social activities throughout the year. They have taken the initiative to share the joy of The Puja with everyone. Nabadwip Yogayan distributed new clothes among the common people. Gaur Gopal Saha, a yoga instructor, said, “It is a matter of luck to be able to do something for the people, i have tried to give new clothes to the people on the occasion of Puja. He also said that the new clothes were handed over to about 300 people on this day.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights