রবীন্দ্র ভারতী সোসাইটি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উদ্যোগে ভারত সেবাশ্রম সংঘ, গঙ্গাসাগর শাখায় বস্ত্রদান কর্মসূচী


বিশেষ সংবাদদাতাঃ  বাঙালীর শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসবের সূচনালগ্নে আজ ০১/১০/২০২২ তারিখে, শনিবার মহাষষ্ঠীর দিন রবীন্দ্র ভারতী সোসাইটি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উদ্যোগে ভারত সেবাশ্রম সংঘ, গঙ্গাসাগর শাখায় বস্ত্রদান কর্মসূচী অনুষ্ঠিত হল। সংঘ আশ্রমের অধ্যক্ষ নিমাই মহারাজের আবেদন ও ঐকান্তিক আগ্রহে রবীন্দ্র ভারতী সোসাইটির কর্মকর্তা ও অংশগ্রহণকারী সদস্য/সদস্যাগণ ওখানকার স্থানীয় একশো সত্তর জন দুঃস্থ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের হাতে এক এক ক’রে শাড়ি তুলে দেন দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন কালে। সোসাইটির তরফে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সহ-সম্পাদক শ্রী রঞ্জিত কুমার নায়ক, সদস্য আবদুস সুকুর খান, সোমনাথ ভদ্র। সদস্যাগণ ছিলেন শ্রীমতী রুমেলা মুখার্জি, সুপ্রিয়া চক্রবর্তী, প্রতিমা সাহা, জয়শ্রী দে, বিজয়া নায়ক ও কাকলি দাস। আশ্রম অধ্যক্ষ নিমাই মহারাজের দক্ষ পরিচালনায় বস্ত্রদান অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। মহারাজ তাঁর সংক্ষিপ্ত ভাষণে রবীন্দ্র ভারতী সোসাইটির এইরকম একটি উদ্যোগ ও প্রচেষ্টাকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় সংঘগুরু ও অধ্যক্ষের প্রতি প্রণাম জানিয়ে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত ক’রে তোলার জন্য সোসাইটির সদস্য/সদস্যাগণের সদর্থক দৃষ্টিভঙ্গির প্রতি সাধুবাদ জানান। দুর্গাপূজার আগে নতুন শাড়ি হাতে পেয়ে প্রত্যেক মহিলার মুখে হাসি ফুটে ওঠে ও তারা মহারাজের প্রতি এবং তার সাথে রবীন্দ্র ভারতী সোসাইটির উদ্দেশ্যে জয়ধ্বনি জানান।সামাজিক কল্যাণের লক্ষ্যে এইরকম একটি মহতী কর্মযজ্ঞে সামিল হতে পেরে সোসাইটিও অনুপ্রাণিত ও গর্ববোধ করছে।

Special Correspondent: On the occasion of Mahashashti on Saturday, 01/10/2022, on the occasion of Mahashashti, rabindra bharati society, Jorasanko Thakurbari organized a cloth donation program at Bharat Sevashram Sangha, Gangasagar branch. On the request of Nimai Maharaj, principal of Sangha Ashram, and with sincere interest, the officials and participating members of Rabindra Bharati Society handed over sarees one by one to one hundred and seventy poor and financially backward women of the local area during the formal inauguration of Durga Puja. On behalf of the society, General Secretary Shri Siddhartha Mukherjee, Assistant Secretary Shri Ranjit Kumar Nayak, Members Abdus Sukur Khan and Somnath Bhadra were present. The members were Smt. Rumela Mukherjee, Supriya Chakraborty, Pratima Saha, Jayashree Dey, Bijoya Nayak and Kakoli Das. Under the able guidance of ashram principal Nimai Maharaj, the cloth donation ceremony was carried out in an orderly and smooth manner. Maharaj in his brief speech welcomed and expressed gratitude for such an initiative and effort of Rabindra Bharati Society. Siddhartha Mukherjee, general secretary of the society, saluted the sanghaguru and the principal and appreciated the positive attitude of the members/members of the society for making this program a success. Before Durga Puja, every woman got a smile on her face as she got a new saree in hand and they shouted joy to the Maharaja as well as to the Rabindra Bharati Society. The Society is also inspired and proud to be a part of such a noble activity aimed at social welfare.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights