দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বর্ণাঢ্য দুর্গাপূজা কার্নিভাল শোভাযাত্রা


দক্ষিণ ২৪ পরগণা থেকে শুভ ঘোষের রিপোর্টঃ বাংলার বুকে নবমতম সংযোজন হলো এবছর জেলায় জেলায় দুর্গা উৎসব কার্নিভাল। যারই কারণে ৭ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার জেলা কুলপিতে আয়োজন করা হয় শারদীয়া দুর্গোৎসব কার্নিভাল। এখানে এইদিন ২৪ টি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের দুর্গা পুজো উৎসবের আয়োজকরা তাদের বিশেষ নৃত্য ও বাদ্যের মধ্য দিয়ে এই দিনের কার্নিভালকে সফল করে তোলেন।এদিনের কার্নিভালে উপসাহিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা শাসক সুমীত গুপ্তা, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র, সোনারপুর পূর্বের বিধায়ক ফিরদৌসী রহমান, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, উপ সভাধিপতি পূর্ণিমা হাজারী নস্কর,পাথরপ্রতিমার বিধায়ক ও জেলার এসপি অতিরিক্ত এসপিসহ উচ্চ পদাধিকারীগণ। এদিনের কার্নিভালকে ঘিরে স্হানীয় মানুষের উৎসাহ ছিল দেখার মতো। বহু মানুষ নির্দিষ্ট সময়ের আগেই ভীড় জমায়। যেখানে বিকাল ৪টে এই কার্নিভাল শুরু হয় চলে প্রায় ঘন্টা দুয়েক। এদিন নিরাপত্তা ব্যবস্থা ছিল নজর কাড়া। জেলা পুলিশের তৎপরতার সাথে সাথে নিশ্চিদ্র নিরাপত্তা গড়ে তুলতে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হয়। এদিন দুর্গা কার্নিভালে অংশ নেওয়া পুজো উদ্যোক্তাদের অনেককেই দেখা গেল রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রচার করতে।

Shuvo Ghosh’s report from South 24 Parganas: The ninth addition to bengal’s chest is the Durga festival carnival in the district this year. Due to this, the Shardiya Durgotsav Carnival was organized on October 7 in Kulpi district of South 24 Parganas. 24 puja committees participated in the carnival on this day. Organizers of Durga Puja festivals from different parts of South 24 Parganas district made the day’s carnival a success with their special dance and instruments. South 24 Parganas District Magistrate Sumit Gupta, Sonarpur South MLA Lovely Moitra, Sonarpur East MLA Firdousi Rahman, Kulpi MLA Jogranjan Halder, Deputy President Purnima Hazari Naskar, Patharpratima MLA and district SP Additional SP and other high officials were present at the carnival. The enthusiasm of the local people around today’s carnival was worth seeing. Many people gather before the scheduled time. Where the carnival starts at 4 pm, it goes on for about two hours. The security arrangements were eye-catching today. Along with the activities of the district police, surveillance was also carried out through drones to create security. Many of the puja organisers who participated in the Durga Carnival were seen promoting various social schemes of the state government.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights