চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা আজ থেকে শুরু কেলোমালে


তমলুক,১২.১০.২২; প্রাথমিক শিক্ষা উন্নয়ণ পর্ষদের উদ্যোগে রাজ্যজুড়ে চতুর্থ শ্রেণীর প্রাথমিক শেষ পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা শুরু হল আজ। এই বৃত্তি পরীক্ষার তমলুক ব্লকের কেলোমাল হাইস্কুল সেন্টারে এলাকার ১৪ টি প্রাইমারি স্কুল থেকে ১৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিল সানন্দে। আজ বাংলা পরীক্ষা হল। আগামী চার দিন ধরে অন্যান্য বিষয়ে পরীক্ষা চলবে।  দীর্ঘ ৩২ বছর ধরে এই বৃত্তি পরীক্ষা চলছে। মূলত স্কুলে ইংরেজি শিক্ষা ও পাসফেল প্রথা ফিরিয়ে আনার দাবিতে এই পরীক্ষা নেওয়া শুরু হলেও বিগত দিনে ইংরেজি চালু হয়েছে। পাশ ফেল প্রথা এখনো চালু করেনি সরকার। কেলোমাল পরীক্ষা পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক সত্যব্রত মাইতি, নারায়ণ মান্না জানান, কোভিডের দরুন দু’বছর পর ছাত্র-ছাত্রীরা খুবই আনন্দের সাথে আজ পরীক্ষা দিল। দীর্ঘ ৩২ বছর ধরে এই পরীক্ষা চলছে। সরকার আন্দোলনের চাপে ইংরেজি শিক্ষা চালু করলেও পাসফেল প্রথা ফিরিয়ে আনেনি। অবিলম্বে এই দাবি মানুক সরকার।
Tamluk, 12.10.22; The Primary Education Development Board (SSCDB) has started the class IV primary final examination or scholarship examination across the state today. A total of 174 candidates from 14 primary schools in the area took the exam at the Kelomal High School Centre in Tamluk block. Today is the Bengali test. The exams will continue for the next four days.  This scholarship examination has been going on for 32 years. Although this test started to be taken mainly to demand the return of English education and passfel system in the school, English has been introduced in the past. The government has not yet introduced the practice. Satyabrata Maity, Joint Secretary of the Kelomal Examination Management Committee, Narayan Manna said, “After two years due to Covid, the students took the exam today with great joy. This test has been going on for 32 years. Although the government introduced English education under the pressure of the movement, it did not bring back the pasfel system. The government should immediately accept this demand.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights