ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জী


কলকাতা, সল্টলেক থেকে শুভ ঘোষের রিপোর্টঃ  ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জী আরেকটি পদক্ষেপ নিলেন আজাদি কি অমৃত মহোৎসব পালনে। স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন করতে ১৬ ই অক্টোবর 2022 সকাল ১১ টায় সারা দেশ জুড়ে মোট ৭৫টি ডিজিটাল ব্যাংকিং ইউনিট (ডিবি ইউ) এর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন। এই ক্ষেত্রে ব্যাংকের গ্রাহকদের ৩৬৫ দিন ২৪ ঘন্টা পরিষেবা দেওয়া হবে এবং পেপার লেশ ব্যাংকিং এর প্রচলন শুরু হবে। ডিজিটাল ব্যাংকিং ইউনিট ( ডিবিইউ) খোলার অনুমতি পেয়েছে ১২ টি পাবলিক সেক্টর ব্যাংক ১৩ টি প্রাইভেট সেক্টর ব্যাংক ও ১টি স্মল ফাইন্যান্স ব্যাংক। এদের মধ্যে ফেডারেল ব্যাংক ইস্টার্ন ইন্ডিয়ায় তাদের প্রথম ডি বি ইউ ইউনিটের শাখার উদ্বোধন করল কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর, বিজেপি নেত্রী ও সাংসদ লকেট চ্যাটার্জী এবং প্রাক্তন রিজিওনাল ডাইরেক্টর আইসিসিআর গৌতম দে’র উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। এছাড়াও শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবু আরএস (জোনাল হেড কলকাতা) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

Kolkata, Salt Lake: Prime Minister Narendra Modi ji has taken another step to celebrate Azadi Ki Amrit Mahotsav to build a Digital India. To celebrate the 75th year of independence, he virtually inaugurated a total of 75 Digital Banking Units (DBUs) across the country at 11 am on 16th October 2022. In this case, the customers of the bank will be given 24 hours service for 365 days and paper lesh banking will be introduced. A total of 12 public sector banks, 13 private sector banks and one small finance bank have been allowed to open digital banking units (DBU). Among them, Federal Bank inaugurated its first DBU unit branch at Eastern India after the prime minister’s virtual inauguration at Salt Lake Sector V in Kolkata, lighting a lamp in the presence of BJP leader and MP Locket Chatterjee and former Regional Director ICCR Gautam Dey. Sabu RS (General Head Kolkata) and other eminent personalities were also present at the inaugural ceremony.Also present at the auspicious opening ceremony were Sabu RS (Zonal Head Kolkata) and other dignitaries.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights