ইলেকট্রিক ভেহিকেল যা লিথিয়াম টেকনোলজিতে চলে এখন বিশ্ব জুড়ে এক নতুন যুগের সূচনা করছে


নিজস্ব প্রতিবেদনঃ দিন প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির পাশাপাশি, তাল মিলিয়ে দাম বেড়েছে সিএনজি-র ও। অন্যদিকে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার ভান্ডারেও টান পড়েছে বিভিন্ন তেল আমদানিকারক দেশগুলির। এই পরিস্থিতিতে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে অন্যান্য জ্বালানিতে গাড়ি চালানোর প্রযুক্তি। আর সেই প্রযুক্তির মধ্যে বিশ্বে এখন অন্যতম লিথিয়াম টেকনোলজির ইলেকট্রিক গাড়ি। লিথিয়াম টেকনোলজি এখন বিশ্ব জুড়ে এক নতুন যুগের সূচনা করেছে। আর সেই নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে, গত তিন বছর ধরে লিথিয়াম প্রযুক্তির গাড়ি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে চলেছে হাইটেক অটোমোটিভ প্রাইভেট লিমিটেড। সেই দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার ফসল হাইটেক লিথিয়াম ভেহিকল এর আত্মপ্রকাশ। হাইটেক অটোমোটিভ প্রাইভেট লিমিটেড আজ আত্মপ্রকাশ করছে টু হুইলার থেকে থ্রি হুইলার এর একাধিক মডেল নিয়ে। যেখানে একদিকে যেমন বাইসাইকেল থেকে শুরু করে স্কুটি, স্কুটার, বাইকের একাধিক মডেল রয়েছে, তেমনি রয়েছে তিন চাকার যাত্রীবাহী এবং মালবাহী গাড়ির একাধিক মডেলও। শুধুমাত্র এখানেই শেষ নয়।  খুব শীঘ্রই হাইটেক বাজারে নিয়ে আসতে চলেছে লিথিয়াম চালিত চার চাকার গাড়িও। এই গাড়িগুলো একদিকে যেমন জ্বালানি সাশ্রয় করবে, তেমনি এই গাড়ি গুলি সাধারণ মানুষের কর্মংস্থানের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

১ কিলোমিটার চালাতে মাত্র ১৫ পয়সা খরচ হবে দুচাকার গাড়িগুলোতে। আর মাসে অন্যান্য খরচ ১০০ টাকার নীচে থাকবে। আর এই গাড়িগুলোতে লিথিয়াম ফসফেট প্রযুক্তি ব্যবহার করায়, গাড়িগুলো সম্পুর্নভাবে নিরাপদ। তাই সব মিলিয়ে হাইটেক গাড়ি শিল্পে এক নতুন যুগের সূচনা করবে বলেই আমাদের বিশ্বাস।

The rise in the prices of petrol and diesel day by day has raised the breath of the common man. Along with the increase in the price of petrol and diesel, the price of CNG has also increased. On the other hand, due to the abnormal increase in the price of petrol and diesel, the foreign exchange reserves have also been strained by various oil importing countries. In this situation, the technology of driving on other fuels is gradually taking place. And among those technologies, lithium technology electric cars are now one of the world’s leading cars. Lithium technology has now ushered in a new era across the world. And in line with that new era, Hi-Tech Automotive Private Limited has been experimenting with lithium technology cars for the last three years. The result of that long experiment is the emergence of the hi-tech lithium vehicle. Hi-Tech Automotive Private Limited is debuting today with multiple models of two wheelers to three wheelers. On the one hand, there are multiple models of bicycles to scooters, scooters, bikes, as well as multiple models of three-wheeled passenger and freight cars. It’s not just the end here.  Lithium-powered four-wheelers are also going to be introduced in the hi-tech market soon. On the one hand, these cars will save energy, on the other hand, these cars will also play an important role in the workplace of the common man.
Only 15 paise will be spent on two-wheelers to run 1 kilometer. And other expenses in the month will be below Rs 100. And due to the use of lithium phosphate technology in these cars, the cars are completely safe. Therefore, we believe that a new era will be ushered in the hi-tech car industry.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights