“চেনা মানুষ” হিন্দু মুসলিম এর বন্ধুত্ব ও ভালোবাসার নাটক


ইন্দ্রজিৎ আইচঃ শ্যামনগর জাগৃতি আয়োজিত একাঙ্ক নাট্য উৎসবে সম্প্রতি শ্যামনগর রবীন্দ্র ভবনে গরিফা নাট্যায়ণ মঞ্চস্থ করলো তাদের এবছরের শ্রেষ্ঠ নাটক – “চেনা মানুষ”। রচয়িতা: শান্তনু মজুমদার এবং পরিচালক: দেবকুমার দাস। সামগ্রিক পরিকল্পনা: কনক মুখার্জী। নাটকটি ১৯৪৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নোয়াখালীর বাবুপুর গ্রামের ঘটে যাওয়া একটি সাম্প্রদায়িক দাঙ্গার জীবন্ত দলিল। সাম্প্রদায়িক দাঙ্গার উপর রচিত হলেও নাটকটি হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির এক জীবন্ত দলিল।

Indrajit Aich: At the Ekank Natya Festival organized by Shyamnagar Jagriti, their best play of the year – “Chena Manush” was recently staged at Shyamnagar Rabindra Bhaban. Written by: Santanu Majumdar and Directed by Debkumar Das. Overall Plan: Kanak Mukherjee. The play is a living document of a communal riot that took place in Babupur village of Noakhali in the then East Pakistan in 1946. Although written on communal riots, the play is a living document of communal harmony among Hindus and Muslims.

একদিকে মুসলমানরা যখন শত শত হিন্দুদের হত্যা করছে তখন জামালের মতন মুসলমান ছেলেই তার দলবল নিয়ে গ্রামের অনেকে হিন্দুদের দাঙ্গাবাজদের চোখ এড়িয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে। জামাল হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন ঘটিয়েছে। নাটকটি সুঅভিনিত। সকল অভিনেতা অভিনেত্রীর অভিনয় সাবলীল। নাটকটির মঞ্চসজ্জা সকলের দৃষ্টি আকর্ষন করে। মঞ্চসজ্জা করেছেন সুকদেব চক্রবর্তী। নির্দেশকের নিপুণ নির্দেশনার গুনে নাটকটি উচ্চস্তরে পৌঁছে গেছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবকুমার দাস, সুকদেব চক্রবর্তী, সুধীর ভুঁইমালী, প্রবীর দাস, রঞ্জিত সাহা, রাজু চক্রবর্ত্তী, শিপ্রা ঘোষ, ও বর্ষা দাস। আবহ: রমেশ অধিকারী ও প্রিতম দেবনাথ, আলো: সমীর কাঞ্জিলাল
সবমিলিয়ে সকলের দেখার মতন নাটক “চেনা মানুষ “।

On the one hand, when The Muslims are killing hundreds of Hindus, a Muslim boy like Jamal, with his team, has taken many Hindus in the village to a safe place, avoiding the eyes of the rioters. Jamal has created harmony among Hindus and Muslims. The play is well-acted. All the actors and actresses are fluent in acting. The stage of the play caught everyone’s attention. Sukdev Chakraborty has arranged the stage. The play has reached a high level due to the skillful direction of the director. Debkumar Das, Sukdev Chakraborty, Sudhir Bhuimali, Prabir Das, Ranjit Saha, Raju Chakraborty, Shipra Ghosh, and Barsha Das have played various roles. Background: Ramesh Adhikari and Pritam Debnath, Light: Sameer Kanjilal
All in all, the play “Known People” is for everyone to see.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights