টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আন্দোলনে পুলিশের আক্রমণকে ধিক্কার জানিয়ে এস ইউ সি আই (কমিউনিস্ট)’র মিছিল তমলুকে


তমলুক ২১.১০.২০২২; কলকাতায় টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আন্দোলনে পুলিশের আক্রমণকে ধিক্কার জানিয়ে এস ইউ সি আই (কমিউনিস্ট) মিছিল করল তমলুকে। ২০১৪ তে প্রাথমিকে টেট উত্তীর্ণ চাকুরী প্রার্থীরা গত তিনদিন করুণাময়ীতে আন্দোলনে নেমেছিলেন এবং যেভাবে তাঁরা আমরণ অনশন শুরু করেছিলেন তা রাজ্যের শিক্ষক আন্দোলনের ইতিহাসে এক নজির বিহীন ঘটনা। অনশন যখন ৮৪ ঘন্টা পেরোলো তখন রাজ্য সরকার অত্যন্ত নৃশংসভাবে পুলিশ দিয়ে জোর করে অনশনকারীদের নিউটাউন থানায় নিয়ে যায় – যা সরকারের চূড়ান্ত উদ্ধত্যকেই প্রকাশ করে। এই ঘটনার প্রতিবাদে আজ তমলুকের হাসপাতাল মোড়ে এস ইউ সি’দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলের সদস্য প্রণব মাইতি, জ্ঞানানন্দ রায়, জেলা কমিটির সদস্য লেখা রায়, শিলা দাস, বেলা পাঁজা প্রমূখ। এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রণব মাইতি বলেন, আমরা একদিকে যেমন আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিচ্ছি তেমনি সরকারের এই স্বৈরাচারকে ধিক্কার জানাই। আমরা দাবি করছি,
১) ২০১৪ ও ২০১৭ র টেট উত্তীর্ণদের পুণরায় পরীক্ষা দিতে বাধ্য করা চলবে না।
২) ২০১৪ র উত্তীর্ণ প্রার্থীদের ঐ সময় ঘোষিত শূন্যপদের ভিত্তিতে কাউন্সেলিংয়ের মাধ্যমে আগে নিয়োগ করতে হবে
৩) ২০১৭ র উত্তীর্ণদের ২০১৭ সালে ঘোষিত শূন্যপদের ভিত্তিতে একই প্রক্রিয়ায় নিয়োগ করতে হবে
৪) এই দুই নিয়োগ প্রক্রিয়া যতদিন সম্পূর্ণ না হচ্ছে ততদিন ঐ প্যানেলের মেয়াদ শেষ করা চলবে না। আমাদের আরো দাবি, এই নতুন নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার সার্বিক প্রচেষ্টা গ্রহণ করতে হবে।
৫) নিয়োগ দুর্নীতিতে যুক্ত সকল মন্ত্রী ও আমলের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
Tamluk 21.10.2022; In Kolkata, the SUCI (Communist) took out a procession in Tamluk to condemn the police attack on the movement of TET-passed job seekers. Job seekers who passed the TET in the primary in 2014 had taken to the streets in Karunamoyee for the last three days and the manner in which they started their fast-unto-death is an unprecedented event in the history of the teachers’ movement in the state. When the hunger strike passed for 84 hours, the state government brutally took the hunger strikers to the Newtown police station forcibly with the help of the police – revealing the government’s extreme arrogance. In protest of the incident, a protest march was organized at the hospital intersection of Tamluk today at the initiative of SUC. Purba Medinipur district committee members Pranab Maiti, Gyanananda Roy, district committee members Lekha Roy, Shila Das, Bela Panja and others led the meeting.
Suci (Communist) party’s Pranab Maiti said, “On the one hand, we are giving a message to stand by the agitators and on the other hand, we condemn this dictatorship of the government. We demand,
1) Those who have passed the TET of 2014 and 2017 should not be forced to take the test again.
2) Candidates who have passed 2014 will have to be recruited first through counseling on the basis of vacancies announced at that time.
3) Those who have passed 2017 will have to be appointed in the same process on the basis of vacancies announced in 2017.
4) The term of the panel should not be completed until the completion of these two recruitment processes. We also demand that all-out efforts should be made to maintain transparency in this new recruitment process.
5) Exemplary punishment should be given to all the ministers and tenures involved in recruitment corruption.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights