লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন, সঙ্গে পুরনোদের মানভঞ্জন! মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূলের বিজয়া সম্মিলনী জুড়ে মানুষের ঢল! 


রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : জনসংযোগের লক্ষ্যে শনিবার মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম ব্লকের নগরের কিশান মান্ডি ময়দানে অনুষ্ঠিত হলো খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী ও এই বিশেষ জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হলো । এই বিজয়া সম্মিলনীর মোড়কেই আসলে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রচার এবং জনসংযোগের কাজ শুরু করে দিলেন খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে দলের পুরনো কর্মীদের সংবর্ধনা দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । তাতে তাঁরা উজ্জীবিত হবেন বলে আশা করছেন । আর সংগঠনের কাজে আরও মনোনিবেশ করবেন। ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে ,সিনিয়র-জুনিয়র সবাই মিলে একসঙ্গে কাজ করবেন। সবাই হাজির ছিলেন এই কর্মসূচিতে। বিজয়া সম্মিলনীর এই কর্মসূচি কীভাবে পালন করতে হবে তা আগেই দলের সব বিধায়ক, জনপ্রতিনিধিদের জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। বিজয়া সম্মিলনীর মঞ্চে খড়গ্রাম ব্লকের সভাতে প্রত্যেক বুথ থেকে দু’‌ জন করে প্রায় ৫০০ কর্মীকে সংর্ধনা দেওয়া হয় ।  দলের পুরনো কর্মীদের ও এই সংর্ধনা দেওয়া হয় । এই কর্মী নির্বাচন করতে হবে ২০১১ সালকে ‘‌বেঞ্চ মার্ক’‌ ধরে নিয়ে। অর্থাৎ, আদি তৃণমূল হতে হবে।বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে জনসংযোগের মাধ্যমে আরও নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে । একই সঙ্গে দলে যে নতুন-পুরানো কোনও দ্বন্দ্ব নেই খড়গ্রাম ব্লক নেতৃত্বের মধ্যে , সেটা বুঝিয়ে দেওয়া হয় শনিবারের সভা থেকেই । ব্লক তৃণমূল কংগ্রেস সূত্রে খবর,  এলাকায় এই সম্মেলন করে সংবর্ধনা দেওয়া হয় দলের পুরনো নেতা–কর্মীদের মঞ্চে ডেকে ফুলের তোড়া এবং দলীয় উত্তরীয় পরিয়ে মিষ্টি মুখ সহযোগে এই সংবর্ধনা দেওয়া হয় । বহুবছর ধরেই পুজোর পর বিজয়া সম্মিলনী করে আসছে দল। তবে এবার বিজয়া সম্মিলনীর গুরুত্ব আলাদা। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। দলের শীর্ষ নেতৃত্ব চাইছেন,তৃণমূল কংগ্রেসের সব স্তরের নেতা-কর্মীরা যত বেশি করে সম্ভব মানুষের কাছে যান। তাঁদের সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের কথা তুলে ধরুন। বাংলার উন্নয়ন, কেন্দ্রের অবিচার, অন্য রাজ্যের তুলনায় বাংলায় উচ্চমানের জীবনযাপন, কেন্দ্রের আর্থিক বৈষম্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কর্মসংস্থানের সদিচ্ছা সহ সাধারণ মানুষ সরকারি পরিষেবা ঠিকমতো পাচ্ছেন কি না তা দেখুন। তাঁদের পাশে থাকার বার্তা দিলেন বক্তব্যের মাধ্যমে আজকের সভায় উপস্থিত জেলা নেতৃত্ব ও ব্লক নেতৃত্ব ।আজকের সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ও জঙ্গীপুর লোকসভার সাংসদ জনাব খলিলুর রহমান, মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ও খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশীষ মার্জিত, খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ও খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জনাব শামসের আলী মোমিন, কান্দী মহকুমা ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জী, বড়ঞা বিধানসভার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা , মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও বহরমপুর পৌরসভার সদস্য ভীষ্মদেব কর্মকার, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আবুল হাসনাত, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু মন্ডল , বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ,  কান্দী ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি ওসমান গনি, কান্দী পৌরসভার কাউন্সিলর সুকন্যা দত্ত সহ সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি শাখা সংগঠনের সভাপতিগণ। সভাশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক আশীষ মার্জিত বলেন, খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় প্রমাণ করে  আগামী পঞ্চায়েত নির্বাচনে খড়গ্রাম ব্লক আবারও বিরোধীশূন্য হতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা।

Murshidabad: For the purpose of public relations, a special public relations program was held at Kishan Mandi Maidan in the city of Khargram block of Kandi subdivision of Murshidabad district on Saturday. The Trinamool Congress leadership of Khargram block has started campaigning and public relations for the panchayat elections. Earlier in the day, the Trinamool Congress leadership felicitated the party’s old-timers, which they hope will be encouraged. And focus more on the organization’s work. According to sources in the block Trinamool Congress leadership, seniors and juniors will work together. Everyone was present at the event. Trinamool Congress general secretary Abhishek Bandopadhyay has already told all the party MLAs and public representatives how to observe this program of Vijaya Sammilani. Around 500 workers, two from each booth, were felicitated at a meeting in Khargram block on the stage of Vijaya Sammilani. Old party workers were also felicitated. This worker has to be selected by considering 2011 as a ‘bench mark’. That is, it has to be the original grassroots. A closer relationship has been developed through public relations through the Vijaya Sammilani. At the same time, it was explained from Saturday’s meeting that there is no new-old conflict in the party between the Khargram block leadership. According to block Trinamool Congress sources, the convention was held in the area and the old leaders and workers of the party were called to the stage and given the reception with a bouquet of flowers and a sweet face wearing the party’s northern. For many years, the party has been meeting vijaya after the puja. But this time the importance of Vijaya Sammilani is different. Panchayat elections in the state will be held in the year. The top leadership of the party wants the leaders and workers of all levels of the Trinamool Congress to reach out to the people as much as possible. Talk to them. Highlight the development of the government led by Chief Minister Mamata Banerjee. Look at the development of Bengal, the injustice of the Centre, the higher standard of living in Bengal as compared to other states, the financial disparity at the Centre, the mamata banerjee-led government’s willingness to provide employment, and whether the common people are getting government services properly. The district leadership and block leadership present in today’s meeting gave a message of being beside them. President of Jangipur Organizational District Trinamool Congress Committee and Jangipur Lok Sabha MP Khalilur Rahman, President of Murshidabad District Primary School Association and MLA of Khargram Assembly Ashish Marjit, President of Khargram Block Trinamool Congress Committee and Vice President of Khargram Panchayat Samiti Mr. Shamsher Ali Momin, Kandi Sub-Divisional Student Youth Leader Shashwat Mukherjee, Mla of Baraiya Assembly Jibon Krishna Saha were present in today’s meeting. Murshidabad District Trinamool Chhatra Parishad President and Berhampur Municipality Member Bhishmadev Karmakar, Khargram Panchayat Samiti’s Public Works Officer Abul Hasnat, Khargram Panchayat Samiti President Tinku Mondal, Balia Gram Panchayat Chief Gokul Ghosh, Kandi Block Trinamool Youth Congress Committee President Osman Gani, Kandi Municipality Councilor Sukanya Dutta and presidents of all gram panchayats’ main area presidents’ branch organizations were present. Speaking to reporters after the meeting, MLA Ashish Marjit said, “The rush of common people at the Vijaya Sammilani event organised by the Khargram Block Trinamool Congress Committee proves that the Khargram block is going to be opposition-less again in the upcoming panchayat elections.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights