করণদিঘী বিপ্লবী সংঘের পরিচালনায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা


করণদীঘি থেকে জাকির করণপার রিপোর্টঃ শ্যামাপূজা উপলক্ষ্যে রবিবার বিকেলে করণদিঘী বিপ্লবী সংঘের পরিচালনায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।  এই শোভাযাত্রা করণদিঘী বিপ্লবী স়ংঘ এর সামনে থেকে শুরু হয়ে করণদিঘী পেট্রোল পাম্প এবং থেকে হাই স্কুল পর্যন্ত এই শোভাযাত্রা চলে। জানা যায় এই ঐতিয্যবাহী পূজো এবার ৪২তম (বিয়াল্লিশতম) বর্ষে পড়েছে। ফিতে কেটে পুজো শুভ উদ্বোধন করেন করণদিঘী বিপ্লবী সংঘের সভাপতি তথা করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল। ছিলেন করণদিঘী ব্লকের BDO নিতিশ তামাং। করণদিঘী থানার I.C পলাশ মহন্ত। করণদিঘী ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র সিনহা। করণদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান। বিশিষ্ট সমাজ সেবক শ্যাম লাল মাহাতো। এই শোভাযাত্রায় মানুষের ভিড় ছিল চোখে পরার মতো। বিপ্লবী স়ংঘের সদস্যদের থেকে জানা যায় এবারের পুজোর থিম কুমোরের তৈরী টালির হাঁড়ি, পাতিল, চায়ের কাপ ইত্যাদির আদলে প্যান্ডেল করা হয়েছে।

On the occasion of Shyamapuja, a colorful procession was held under the direction of Karandighi Biplobi Sangha on Sunday afternoon.  The procession started in front of the Karandighi Revolutionary Sangh and continued from the Karandighi petrol pump and from the high school. It is known that this traditional puja is now in the 42nd (forty-second) year. President of Karandighi Biplobi Sangha and MLA of Karandighi Assembly Gautam Pal inaugurated the puja by cutting ribbons. The BDO of Karandighi block was Nitish Tamang. I.C. Palash Mahanta of Karandighi police station. Trinamool Congress president Subhash Chandra Sinha of Karandighi block. Muhammad Kamruzzaman, president of Karandighi Panchayat Samiti. Prominent social worker Shyam Lal Mahato. The crowd of people in this procession was eye-catching. According to the members of the Revolutionary Sangh, the theme of this year’s Puja has been pandaled in the form of tile pots, patils, tea cups, etc. made by Kumor.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights