শক্তিপদ মাহাতো,বান্দোয়ান: ঐতিহ্য, সংস্কৃতি ও পরম্পরা রক্ষার্থে বাঁধনা পরব উপলক্ষ্যে সমগ্র জঙ্গলমহল তথা ছোটনাগপুর এলাকার সাথে সাথে বৃহস্পতিবার বান্দোয়ানের প্রত্যন্ত পারগোড়া ও গঙ্গামান্না গ্রামে অনুষ্ঠিত হল প্রাচীন ঐতিহ্যবাহী সংস্কৃতি গরু খুঁটান ও কাড়া খুঁটান পরব। জানাযায়, এদিনের এই খুঁটান পরব দেখতে ভিড় জমান এলাকার বহু সংস্কৃতি প্রেমী মানুষজন। গ্রামের সংস্কৃতিপ্রেমী মানুষজন ঢোল ধামসা মাদোল ও অহিরা গীতের তালে মেতে ওঠেন খুঁটান পরবে।
Shaktipada Mahato, Bandwan: On the occasion of Bandhana Parb to protect the tradition, culture and tradition, along with the entire Jangalmahal and Chotanagpur area, the ancient traditional culture cow dung and kada khutan parb was held on Thursday in the remote Pargora and Gangamanna villages of Bandwan. It is known that many culture-loving people of the area have gathered to see this day’s khutan parab. The culture-loving people of the village will wear khutan to the beat of dhol dhamsa madol and ahira songs.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.