কৃষ্টি ক্রিয়েশান থেকে প্রকাশিত নীলিমা কর্মকারের আধুনিক গানের মিউজিক ভিডিও “ভুল শুধু হয়ে যায়” মন ভরাবে


ইন্দ্রজিৎ আইচঃ সম্প্রতি ইউ টিউব ও সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে “কৃষ্টি ক্রিয়েশান “থেকে প্রকাশিত হলো মিস নীলিমা কর্মকারের আধুনিক গানের মিউজিক ভিডিও এ্যালবাম ” ভুল শুধু হয়ে যায়”। শিল্পী নীলিমা একজন প্রবাসী বাঙালি গায়িকা যিনি ইতিমধ্যেই বেশ কয়েকটি গান রেকর্ড করে জনপ্রিয় হয়েছেন। এনার কণ্ঠে আমরা ইতিপূর্বে আমরা ইংরেজি, স্কটিশ তথা আইরিশ ভাষায় এবং বিদেশী সুরে রবীন্দ্রসংগীত শুনেছি। সম্প্রতি তিনি একটি বাংলা আধুনিক গান (ভুল শুধু হয়ে যায়) কুন্দন সাহার সুরে ও দেবপ্রসাদ চক্রবর্তীর কথায় গেয়েছেন যেটি শ্রোতা মহলে বেশ সারা ফেলে দিয়েছে। পেশাগত ভাবে নীলিমা একজন অধ্যাপিকা ও বিজ্ঞানী। ভবিষ্যতে উনি দেশি ও বিদেশি লোকসংগীত নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। খুব শীঘ্রই নীলিমা একটি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্রে প্লে ব্যাক সিঙ্গার হিসাবে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই কথা জানালেন কৃষ্টি ক্রিয়েশানের কর্ণধার শ্বেতা গুপ্তা।

Indrajit Aich: Recently, the music video album of Miss Neelima Karmakar’s modern song “Bhool Sirf Jaaye” has been released from “Kristi Creation” on YouTube and all digital platforms. Artist Neelima is an expatriate Bengali singer who has already become popular by recording several songs. We have already heard Rabindra Sangeet in English, Scottish and Irish and in foreign tunes. Recently, he sang a Bengali modern song (wrong just goes) to the tune of Kundan Saha and the words of Debaprasad Chakraborty, which has left a lot of buzz in the audience. By profession, Neelima is a professor and scientist. In the future, he has expressed interest in working on local and foreign folk music. Neelima has soon been roped in to work as a playback singer in a full-length film, says Shweta Gupta, owner of Kristi Creations.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights