প্রেস ক্লাবে বিজয় সম্মিলনী অনুষ্ঠানে সর্বযুগের গানে নজর করলেন শিল্পী সুমন চক্রবর্তী


ইন্দ্রজিৎ আইচঃ টেমোটা টাকার আর্কিটেক্ট এর চাকরি ছেড়ে নিজের পছন্দের গানের সমুদ্রে তরী ভাসানো সহজ কাজ নয়। সুমন চক্রবর্তী সেই কাজটা করে দেখিয়েছেন। অনেকেই নিছক পাগলামো বলে এড়িয়ে গিয়েছিল, কেউ বলেছিল এসব রোমান্টিসিজমের সময় এখন নয়, সোশ্যাল মিডিয়ায় হয়েছিল ট্রোলিং, সুমন কিন্তু হার মানেনি। অল্প কিছু বন্ধু আর শুভাকাঙ্ক্ষীর উৎসাহ আর নিজের সাহসে ভর করে সুমন তার সুরের তরী ভাসিয়েছিল। গানের রেওয়াজ ছিল, ছিল তালিম, দরকার ছিল শুধু ঝাঁপ দেওয়ার। সুমন সেটাই করেছে। আজ ইন্টারনেটে তার বাংলা গান অসম্ভব জনপ্রিয়। ২০২০ সালে এই প্রেস ক্লাবেই মুক্তি পেয়েছিল ওর গানের অ্যালবাম আবিরের সকাল। হারিয়ে যাওয়া বাংলার স্বর্ণযুগের সুর, গায়কী ফিরিয়ে দিয়েছিল সুমন। অসম্ভব প্রশংসিত হয় আবিরের সকাল। এর পরে গান মেলায় পারফর্ম, সাড়া ফেলে দেওয়া। দেশের বিভিন্ন প্রান্তে গান গাওয়ার অভিজ্ঞতায় আরও সমৃদ্ধ হল সুমন। গত ৩১ অক্টোবর ২০২২ সোমবার কলকাতা প্রেস ক্লাবের বিজয় সম্মিলনী অনুষ্ঠান উপলক্ষে সুমনকে সন্মানিত করে, তার গান সবার সামনে তুলে ধরার দুর্দান্ত উদ্যোগ নেওয়া হয়েছিল। সলিল চৌধুরী থেকে সুধীন দাশগুপ্ত, হেমন্ত মুখোপাধ্যায় থেকে মুকুল দত্ত, আর ডি বর্মন, কিশোর কুমার, অনায়াস নস্টালজিয়ায় শ্রোতাদের পৌঁছে দিল সুমন। উপস্থিত সংবাদমাধ্যমের সাংবাদিকদের মধ্যে অনেকেই অবাক হয়েছেন সুমনের গান শুনে। একঝলক বসন্তের বাতাসের মত সুমন স্বর্নযুগের সুবাস ফিরিয়ে দিল যেন।

Indrajit Aich: It is not an easy task to leave the job of an architect of Temota Taka and float the boat in the sea of songs of your choice. Suman Chakraborty has done that. Many people avoided just saying crazy, some said that the time of these romanticisms was not now, there was trolling on social media, Suman did not give up. With the encouragement of a few friends and well-wishers and his own courage, Suman floated his melody. There was a tradition of singing, it was training, it was just necessary to jump. That’s what Suman did. Today, his Bengali songs are incredibly popular on the internet. In 2020, his music album Abir’s morning was released in this press club. Sumon returned the melody and singing of the golden age of Bengal that was lost. Abir’s morning is highly appreciated. After this, perform at the song fair, to give up the response. Sumon became more enriched with the experience of singing in different parts of the country. On Monday, October 31, 2022, on the occasion of the Victory Conference ceremony of the Kolkata Press Club, a great initiative was taken to honor Sumon and present his songs in front of everyone. From Salil Chowdhury to Sudhin Dasgupta, from Hemanta Mukherjee to Mukul Dutta, R D Burman, Kishore Kumar, Sumon has brought the audience to effortless nostalgia. Many of the journalists present in the media were surprised to hear Sumon’s song. Like a gust of spring breeze, Suman returned the fragrance of the golden age.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights