কৃষ্টি ক্রিয়েশানের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাংলা একাডেমিতে এক অনবদ্য সন্ধা ” কৃষ্টি কিরণে “


ইন্দ্রজিৎ আইচঃ গত ৩ রা নভেম্বর ২০২২ বৃহ্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি হল ছিলো কানায় কানায় পূর্ণ।
কৃষ্টি ক্রিয়েশান এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এইদিন এক মনোজ্ঞ অনুষ্ঠান ” কৃষ্টি কিরণে “। অনুষ্ঠানের শুরুতে কাব্যতীর্থ র পরিচালনায় কচি কাচার দল কবিতায় আসর মাতায়। পরিচালনায় ছিলেন কুহেলী ব্যানার্জী। এরপর ছিলো এই সন্ধার মূল আকর্ষণ এক অসাধারণ আলোচনা সভা। বিষয় ছিলো ” ডিজিটাল মাধ্যম ও বাংলা সাহিত্য চর্চা ” । অংশ নেন কবি ও অধ্যাপক সুবোধ সরকার, কবি ও নাট্যকার ড: দেবেশ ঠাকুর এবং আইনজীবী ও লেখক জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। প্রথমে কবি সুবোধ সরকার বলেন মোবাইল নামক এই যন্ত্র এসে আমাদের সবকিছু পাল্টে দিয়েছে। যেন মনে হচ্ছে মোবাইল আসার আগে এতদিন কোনো কাজ হয়নি বা কোনো উপকার পায়নি। মোবাইল কিন্তু একটা সায়েন্স এর অবদান মাত্র। যতই এই যন্ত্র আমাদের নিয়ন্ত্রণ করুক, যতই ডিজিটাল মাধ্যম আসুক বই পড়া, এই লেখালেখি এবং বাংলা সাহিত্য কে বাঁচানোর দায়িত্ব আমাদের ও অভিভাবকের। আইনজীবি ও লেখক জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন যুগের সঙ্গে রূপের পরিবর্তন হয়েছে। আগে গরুর গাড়ির চাকা তৈরি হতো বাংলায়।

এখন প্লেনের চাকা তৈরি হয় তেমনই আগে আমরা রেডিও শুনতাম এখন মোবাইলে সব কিছু করি, শুনি, দেখি। কিন্তু ডিজিটাল ই সব নয়। বাংলা বই উপহার দেওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। এর জন্যে আমরা দায়ী। সবাই আমরা বই কিনে বই উপহার দিতে যদি পারি বা লাইবেরি অথবা বাড়িতে নিয়মিত যদি বই পড়ি তাহলে বাংলা সাহিত্য চর্চা আরো বাড়বে। কবি ও নাট্যকার ড: দেবেশ ঠাকুর বলেন ডিজিটাল জগৎ এগিয়ে যাচ্ছে যাক। কিন্তু আমাদের মন যেন গ্রাস করে না নেয় সেদিকে নজর দিতে হবে। মোবাইলে অনেক মন্দ জিনিস আছে, সেই গুলোর অপপ্রয়োগ না করে বাংলা ভাষা ও বই কে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার – আপনার ও আমাদের সকলের।মঞ্চে সকল অতিথিদের হাতে স্বারক ও উপহার তুলে দেন কৃষ্টি ক্রিয়েশান এর কর্ণধার শ্বেতা গুপ্তা। এরপর পরিবেশিত হয় কবিতা আলেখ্য শতবর্ষে অগ্নিবীণা – নজরুল বিয়ন্ড রুলস আয়না। পরিচালনায় আছেন ড: দেবেশ ঠাকুর। কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতা ও অগ্নিবীণার ১০০ বছর উপলক্ষে এই নিবেদনটি সকলের দৃষ্টি আকর্ষণ করে। সবশেষে পরিবেশিত হয় কাব‍্যাঙ্গনের শিল্পীদের সমবেত আবৃত্তি।
পরিচালনায় ছিলেন সোমা কাঞ্জিলাল। সঞ্চালনায় ছিলেন শুভদীপ দে। পুরো অনুষ্ঠানটি এক কথায় অনবদ্য হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানটি ভাবনা – পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন কৃষ্টি ক্রিয়েশান এর প্রধান শ্বেতা গুপ্তা।

Indrajit Aich: On the evening of Thursday, November 3, 2022, the West Bengal Bangla Academy Hall was full of canes. On this day, a pleasant program “Krishti Kirane” was organized under the initiative of Kristi Creation. At the beginning of the program, under the direction of Kavyatirtha, the Kachi Kachar group performed asr mata in poetry. It was directed by Kuheli Banerjee. Then the main attraction of this evening was an extraordinary discussion meeting. The theme was “Digital Media and The Practice of Bengali Literature”. Poet and professor Subodh Sarkar, poet and playwright Dr. Debesh Tagore and lawyer and writer Jayanta Narayan Chattopadhyay were present. At first, poet Subodh Sarkar said that this device called mobile has come and changed everything for us. It seems as if no work has been done so far before the arrival of mobile or there has been no benefit. But mobile is just a science contribution. No matter how much this machine controls us, no matter how much digital medium comes, it is the responsibility of us and our parents to read books, write this and save Bengali literature. Lawyer and writer Jayanta Narayan Chattopadhyay said that the form has changed with the era. Earlier, the wheels of the bullock cart were made in Bengal.

Now the wheel of the plane is made, so earlier we used to listen to the radio, now we do everything on the mobile, listen, watch. But digital isn’t everything. The gifting of Bengali books has almost stopped. We are responsible for that. If we all can buy books and gift books or read books regularly in the library or at home, then the practice of Bengali literature will increase further. Poet and playwright Dr. Debesh Thakur said that let the digital world move forward. But we have to pay attention so that our mind does not get swallowed. There are many bad things on mobile, it is my responsibility – you and all of us – to keep the Bengali language and the book alive without misusing them. Shweta Gupta, owner of Kristi Creation, handed over gifts and gifts to all the guests on the stage. After that, the poem Alekhya Centennial Agnibina – Nazrul Beyond Rules Ayna was performed. Directed by Dr. Debesh Thakur. This dedication attracted everyone’s attention on the occasion of 100 years of rebel poetry and agnibina written by Kazi Nazrul Islam. At the end, a collective recitation of the artists of Kabangan was performed. It was directed by Shoma Kanjilal. Shubhdeep Dey was present in the program. The whole show turned out to be impeccable in one word. The entire event was conceived, planned and directed by Shweta Gupta, head of Kristi Creations.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights