নবদ্বীপের রাস উৎসবে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসকেই স্মরণীয় করতে,  বড় চমক নবদ্বীপ স্টেশন রোডের মহিলা পরিচালিত নটরাজ  পূজা কমিটির…


গোপাল বিশ্বাস,নদীয়া-ঃ-নদীয়ার নবদ্বীপের ঐতিহ্য মন্ডিত লোকৎসব রাসউৎসব। এই উৎসবকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন ক্লাব ও বারোয়ারী পূজা কমিটিগুলোর ব্যস্ততা। এই রাস উৎসব উপলক্ষে দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন নবদ্বীপে। চৈতন্যভূমি নবদ্বীপে রাস উৎসব উপলক্ষে বিভিন্ন মঠ ও মন্দির গুলিকে আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয়। শহরের একাধিক পূজা কমিটিগুলো পুরানো ঐতিহ্য তথা রিতী  অনুযায়ী পূজা করলেও, ব্যাতিক্রমি ভাবে  বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় শুরু হয়েছে দর্শনার্থীদের মন কাড়তে বিভিন্ন থিমের পূজা। তেমনই নবদ্বীপ পৌরসভার বিশ্বাস পাড়া বিবেকানন্দ কলোনির মহিলা পরিচালিত সর্বজনীন নটরাজ পূজা কমিটি। এবছরের তাদের ভাবনায় থাকছে ভারতের স্বাধীনতার ৭৫ পূর্তী তথা দেশের  অমৃত মহোৎসব পালন। এবারে তাদের থিমের নাম ভারত ভাগ্য বিধাতা। যেখানে থাকছে একটি বৃহৎকারে জাতীয় পতাকা, থাকছে ভারত মাতার প্রতিকৃতি, সহ দেশের স্বাধীনতা সংগ্রামীদের আত্ম বলিদানের কথা, সাথে থাকবে দেশের  স্বাধীনতা বিষয়ক বিভিন্ন তথ্য চিত্রসহ স্বাধীনতার পর থেকে শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে যারা দেশের নাম তথা দেশকে বিশ্বের দরবারে সন্মানিত করেছে তাদের বিষয়েও বিভিন্ন চিত্রপট। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের আলোক সজ্জা। সব মিলিয়ে এক ভিন্ন ভাবনায়, ভিন্ন আঙ্গিকে তুলে ধরতে চলছে তাদের পুজো। পুজো কমিটির তরফে জানায় প্রতিবছরই তাদের পুজো ৫ দিন থাকে, এবছরও তাই থাকবে।
পুজোর উদ্বোধন হবে আগামী ৭ ই নভেম্বর,  উদ্বোধন করবে রাজ্য বিধান সভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বীগত বছর গুলোতেও তারা থিমের মাধ্যমে তাদের পুজোকে দর্শকদের কাছে ভিন্ন ভাবনায় তুলে ধরেছেন, এবং দর্শকদের মন জয়ও করতে পেরেছেন এমটাই জানায় পুজো উদ্যোক্তারা। হাতে গোনা মাত্র কটা দিন সময়,  তাই এখন জোর কদমে চলছে মন্ডপ থেকে শুরু করে প্রতিমা গড়ার কাজ। উল্লেখ্য এবছর নবদ্বীপে বেশ কিছু পুজো উদ্যোক্তারা থিমের ছোয়ায় তাদের পুজো তুলে ধরছে, সেখানে এই পৌরসভার বিশ্বাস পাড়া বিবেকানন্দ কলোনির মহিলা  পরিচালিত সর্বজনীন নটরাজ পূজা কমিটির থিমসহ আলোক সজ্জা কতটা দর্শকের মন জয় করতে পারে,  সেটাই এখন সময়ের অপেক্ষা।
Gopal Biswas,Nadia-: The tradition of Nabadwip of Nadia is the folk festival Rasutsav. The busyness of various clubs and Barwari Puja Committees has already started around this festival. Many people from all over the country and abroad come to Nabadwip on the occasion of this Ras festival. On the occasion of Rasa festival at Chaitanyabhoomi Nabadwip, various monasteries and temples are decorated with lights. Although many puja committees in the city worship according to the old tradition and tradition, exceptionally, the worship of different themes has started to attract the minds of the visitors with the touch of modernity. Similarly, the Sarvajanik Nataraj Puja Committee, run by the women of Biswas Para Vivekananda Colony of Nabadwip Municipality. This year, their idea is to celebrate the 75th anniversary of India’s independence and the country’s Amrit Mahotsav. This time their theme is called Bharat Bhagya Vidhata. There will be a large national flag, a portrait of Mother India, the self-sacrifice of the country’s freedom fighters, as well as various documentaries on the country’s independence, as well as various depictions of those who have honored the country’s name and the country in the world in various fields including education, sports, culture since independence. There are also different types of lighting. All in all, their worship is going on in a different way, in a different way. According to the puja committee, their puja lasts for five days every year and it will remain so this year as well.
The puja will be inaugurated on November 7 and will be inaugurated by Leader of Opposition in the state Assembly Suvendu Adhikari. In the past few years, they have presented their puja to the audience in a different way through the theme, and have been able to win the hearts of the audience. There are only a few days in hand, so now the work of making idols is going on in full swing, starting from the mandap. It is to be noted that this year, several puja organizers in Nabadwip are highlighting their pujas under the theme of the theme, while the theme of the women-run Sarvajanin Nataraj Puja Committee of Biswas Para Vivekananda Colony of this municipality can win the hearts of the audience.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights