মানিকতলায় নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপন SUCI(C) দলের


তমলুক থেকে অরিজিৎ মাইতির রিপোর্টঃ তমলুক ৭.১১.২২; আজ ৭ ই নভেম্বর রাশিয়ার নভেম্বর বিপ্লব বার্ষিকীর ১০৬ তম দিবস। পৃথিবীতে  গরিব শোষিত মানুষের প্রথম রাষ্ট্র গড়ে উঠেছিল মহান নেতা লেনিনের নেতৃত্বে, রাশিয়ার বুকে। ১৯১৭ সালে। এই দিনটি আজ তমলুকের মানিকতলা মোড়ে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।  সমাজতান্ত্রিক রাশিয়ার রূপকার মহান লেলিন ও স্ট্যালিনের প্রতিকৃতিতে মাল্য দান করেন দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য লেখা রায়, মানিক মাইতি। এবং জেলা সম্পাদক মন্ডলী সদস্য প্রণব মাইতি, জ্ঞানানন্দ রায়, চিন্ময় ঘোড়াই প্রমূখ। এবং সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সাথে জনসাধারণকে ব্যাজ পরিধান করানো হয়। ৭ থেকে ১৭ই নভেম্বরের পূর্তিতে ১৭ নভেম্বর বিকেলে মানিকতলা মোড়ে এক সভারও আহ্বান করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
Report of Arijit Maity from Tamluk: Tamluk 7.11.22; Today, November 7, is the 106th day of the Anniversary of the November Revolution in Russia. The first state of the poor exploited people in the world was built under the leadership of the great leader Lenin, in the heart of Russia. in 1917. This day was celebrated with due respect at the initiative of SUCI (Communist) party at Maniktala intersection of Tamluk today.  The party’s Purba Medinipur district committee members Lekha Roy and Manik Maiti donated garlands to the portraits of Lenin and Stalin, the architects of socialist Russia. And district secretary mandali members Pranab Maity, Gyanananda Roy, Chinmoy Ghorai etc. And a short meeting was held. The public is also made to wear badges. According to party sources, a meeting has also been called at Maniktala intersection in the afternoon of November 17 to mark the anniversary of November 7 to 17.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights