এক কাল্পনিক মন্দিরের আদলে তৈরি নবদ্বীপ প্রতাপনগর নিউ জনপ্রিয় সঙ্ঘের এবছরের পুজো মণ্ডপ


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ নবদ্বীপ শহরে অনুষ্ঠিত হচ্ছে নবদ্বীপের ঐতিহ্য বাহী রাস উৎসব। অসংখ্য হিন্দু দেবদেবীর পুজো হয় এই রাস উৎসবে। কোথাও বড় বড় প্রতিমা, কোথাও মন্ডপে নতুনত্বে সাজো সাজো রব উৎসব মুখর নবদ্বীপ। রাস পূর্ণিমা উপলক্ষ্যে প্রতাপনগর নিউ জনপ্রিয় সঙ্ঘ প্রায়  ২০ বছর ধরে করে আসছে শ্রী শ্রী অন্নপূর্ণা মাতার পুজা। এই পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা ।  পুজোটি অনুষ্ঠিত হয় প্রতাপনগর পঞ্চবটি মণিমেলার মাঠে। পুজোকে ঘিরে এবছর নেওয়া হয়েছে একাধিক কর্মসূচী। পুজোকমিটির তরফে জানায় এবছর তাদের পুজো মন্ডপ হচ্ছে এক কাল্পনিক মন্দিরের আদলে। সাথে থাকছে প্রায় ১০ ফুট উচ্চতার প্রতিমা। মা অন্নপূর্ণা মহাদেবকে অন্নদান করছেন। এর সাথে আধুনিকতার ছোয়ায় ও অভিনবত্বের আলোকসজ্জা।
পুজো কমিটির সভাপতি চণ্ডীচরণ দত্ত বলেন দীর্ঘদিন ধরে এই পুজো করছি। ক্লাব পরিচালনা করলেও স্থানীয় বাসিন্দারা সর্বত্রভাবে পুজোয় অংশগ্রহণ করেন। তিনি আরও বলেন এই পুজোকে ঘিরে বসে মেলাও, যা চলে ১৫ দিন ধরে, যার ফলে এলাকার ছোট থেকে বড় সকলে পুজোর ক দিন মেতে উঠে আনন্দে। পুজোর দিনে এলাকার প্রায় দুশো দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়  পুজো কমিটির তরফে, পাশাপাশি প্রতাপ নগর এলাকটি নবদ্বীপের গ্রামীন এলাকা ইদ্রাকপুর, সহ মাধাইপুের পার্শ্ববর্তী হওয়ায় এই পূজা মন্ডপ এবং প্রতিমা দর্শন করতে বহু দর্শনার্থী ভিড় করেন। তবে এই প্রতিমা নিয়ে শোভাযাত্রা করা হয় না। এবছর  মঙ্গলবার পুজো হলেও বৃহস্পতিবার পর্যন্ত এই প্রতিমা পুজো মণ্ডপে রাখা হবে। পুজো কমিটির সহ-সভাপতি শম্ভু দাস বলেন, আমরা অন্যান্য বছর থিম পুজো করলেও এ বছর আমরা কাল্পনিক মন্দিরের আদলে প্যান্ডেল করছি।
পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন যথেষ্ট সহায়তা করে বিশেষ করে স্থানীয় কাউন্সিলার ঝন্টুলাল দাস সব সময় আমাদের সহযোগিতা করেন। সকলের সহযোগিতা নিয়ে আমরা এই পুজো করে থাকি। পুজো কমিটির সম্পাদক সঞ্জীব দেবনাথ বলেন, প্রশাসনিক নিয়ম মেনে আমরা পুজোর আয়োজন করি। এই এলাকার প্রতিটি মানুষ এই পুজোয় অংশ নেয়। মঙ্গলবার রাস পুজো হলেও সোমবার অন্নপূর্ণা মাতার উদ্বোধন হবে।
Gopal Biswas, Nadia: The traditional Ras festival of Nabadwip is being held in the city of Nabadwip. Numerous Hindu gods and goddesses are worshipped in this festival. Somewhere there are big idols, somewhere in the pavilion, there is a newness in the sajo sajo rab festival face. On the occasion of Ras Purnima, Pratapnagar New Popular Association has been performing the puja of Sri Sri Annapurna Mata for almost 20 years. Local residents rejoiced around the puja.  The puja was held at the Pratapnagar Panchavati Manimela ground. This year, several programs have been taken around the puja. According to the puja committee, this year their puja mandap is being built on the pattern of a fictional temple. There is a statue of about 10 feet in height. Mother Annapurna is donating food to Mahadev. With it is the shadow of modernity and the illumination of novelty.
Chandicharan Dutta, president of the puja committee, said, “I have been doing this puja for a long time. Although the club is run, local residents participate in the puja everywhere. He also said that the fair sits around this puja, which lasts for 15 days, due to which everyone in the area, from small to big, is happy for a few days of the puja. On the day of the puja, the puja committee distributed winter clothes to about 200 distressed people of the area, as well as pratap nagar elak, a rural area of Nabadwip, along with Madhaipu, which attracts a large number of visitors to visit the puja mandap and idol. However, there is no procession with this idol. This year, the idol will be kept in the puja pandal till Thursday. Shambhu Das, vice-president of the puja committee, said, “Though we have done theme pujas in other years, this year we are doing pandals on the pattern of imaginary temples.
The police administration, the municipal administration help us a lot, especially the local councilor Jhantulal Das, always cooperates with us. We perform this puja with the cooperation of all. Sanjib Debnath, secretary of the puja committee, said, “We organise the puja as per the administrative rules. Every person in this area participates in this puja. While Ras Puja will be held on Tuesday, Annapurna Mata will be inaugurated on Monday.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights