নবদ্বীপ রামকৃষ্ণ মিশন সেবা সমিতিতে তিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের সূচনা


গোপাল বিশ্বাস , নদীয়া-ঃ ১১ ই নভেম্বর ২০২২ ,নবদ্বীপ। চৈতন্যমহাপ্রভুর জন্মস্থান নদীয়ার নবদ্বীপের বহু প্রাচীন রামকৃষ্ণ মিশন সেবাসমিতি ২০২১সালে ২৬ মে বেলুড় মঠ ও মিশন কতৃর্ক অধিগ্রহণ ঘোষনা করা হয়। সেই সময় সারা দেশজুড়ে অতিমারি করোনা র জন্য কোনরকম অনুষ্ঠান করা যায়নি। সেকারণে দীর্ঘ একবছর পর এদিন নবদ্বীপ রামকৃষ্ণ মঠ ও মিশন শুরু হল তিনদিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। এই উপলক্ষে এদিন সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ধামেশের মহাপ্রভুর মন্দির থেকে পাদুকা নিয়ে আসা হয় রামকৃষ্ণ মিশন ও মঠে। সেখানে সকাল থেকে শুরু হয় ঠাকুরের  বিশেষ পুজানুষ্টান এবং মধ্যাহ্নে ভোগ আরতির পর‌ পুনরায় ওই পাদুকা ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে প্রতাবর্তন করে।
এছাড়াও এদিন রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি দ্বিতল আবাসের উদ্বোধন করেন ,বেলুড় মঠের সহাধক্ষ স্বামী সুহিতানন্দ মহারাজ। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় মঠের অন্যান্য স্বামিজিগন ছাড়াও নবদ্বীপ রামকৃষ্ণ মঠের সভাপতি ড: শিহরণ চক্রবর্তী, মঠের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ সহ মঠের বিভিন্ন আবাসিক ও শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বহু ভক্তবৃন্দ।
Gopal Biswas, Nadia- 11Th November 2022, Nabadwip. On May 26, 2021, the old Ramakrishna Mission Seva Samiti of Nabadwip in Nadia, the birthplace of ChaitanyaMahaprabhu, was announced to be acquired by the Belur Math and Mission. At that time, no program was held for the epidemic corona across the country. Therefore, after a long year, the Nabadwip Ramakrishna Math and Mission has started various religious programs for three days. On this occasion, a colorful procession was taken out from the Mahaprabhu temple in Dhamesh to the Ramakrishna Mission and Math. There, the special puja of The Thakur started in the morning and after the bhog aarti in the midday, the paduka again returned to the temple of Dhameshwar Mahaprabhu.
Swami Suhitananda Maharaj, co-chairman of Belur Math, also inaugurated a two-storied residence of Ramakrishna Math and Mission. Apart from other swamijigans of Belur Math, President of Nabadwip Ramakrishna Math Dr. Shiharan Chakraborty, Secretary of the Mutt Swami Amareshwarananda Maharaj and many residents of the mutt and many devotees of Sri Sri Ramakrishna Dev were present on the occasion.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights