মালদায় কুমির আতঙ্ক


মালদা: মালদায় কুমির আতঙ্ক। কৌতূহল মানুষের উপচে পড়া ভিড়। রবিবার দুপুরে মালদা শহরের বালুচর এলাকায় মহানন্দা নদীতে দেখতে পাওয়া যায় একটি কুমির। তা দেখতেই স্থানীয় মানুষের ঢল নামে মহানন্দা নদীর তীরে এবং সেতুর ওপরে। তবে এটি কুমির না ঘড়িয়াল তা এখনও স্পষ্ট নয় কেউই। ইতিমধ্যে এই নিয়ে ইংলিশ বাজার পুলিশের পক্ষ থেকে নদী তীরবর্তী সাধারণ মানুষদের সচেতন করা হয়েছে। এই মুহূর্তে যাতে কেউ নদীতে স্নান করতে না নামে তার জন্য মাইকিং করা হচ্ছে। এদিকে এই ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান এটি কুমির না ঘড়িয়াল তা এখনো জানা যায়নি। লোকের মুখে শুনতে পেয়ে কুমির দেখার জন্য তারাও এসেছেন।

Malda: Crocodile scare in Malda. Curiosity is a crowd of people. On Sunday afternoon, a crocodile was found in the Mahananda river in Baluchar area of Malda town. To see it, the local people are on the banks of the Mahananda river and on the bridge. However, it is not yet clear whether it is a crocodile or a gharial. Meanwhile, the English Bazar police have made the common people on the banks of the river aware of this. At the moment, mikeing is being done so that no one comes to bathe in the river. Meanwhile, there was a huge sensation in this incident. Local residents said it was not yet known whether it was a crocodile or a gharial. They have also come to see the crocodile after hearing people’s faces.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights