১৫০ বৎসর পুরনো ভয়রো বাবা জন্ম উৎসব পালন


শুভ ঘোষের রিপোর্টঃ আজ উত্তর কলকাতার বড়বাজার সংলগ্ন গণেশ টকিজ সম্মুখে গণপত বাংলা রোডে ২৪ নম্বর ওয়ার্ডের অবস্থিত ১৫০ বৎসর পুরনো ভয়রো বাবা জন্ম উৎসব পালন করা হয়। শ্রী আনন্দ ভৈরদেব স্থান কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানটি চেয়ারম্যান শচীন ত্রিপাঠী , প্রেসিডেন্ট দিলীপ সংকার, কার্যকরী সভাপতি মঞ্জু সংকার, মহাসচিব বাগেশ মিশ্রা ও রবি শর্মা উপস্থিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আজকের এই অনুষ্ঠানে ভৌরদেব আরতী হোম যোগ্য, ভক্তিগীতি সঙ্গীত অনুষ্ঠান এবং কিছু অন্যভোগ ব্যবস্থা করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার জোড়াসাঁকো কেন্দ্রর প্রাক্তন বিধায়িকা, স্মিতা বক্সী, সঞ্জয় বক্সী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক সৌম বক্সী, বরানগর বিধায়ক তাপস রায়, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জসিম উদ্দিন, অনেক বিশিষ্ট অতিথিবর্গ আজকের এই মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Shuvo Ghosh’s report: Today, a 150-year-old Bhoyro Baba birth festival is being celebrated in front of Ganesh Talkies adjacent to Barabazar in north Kolkata, located in ward number 24 on Ganpat Bangla Road. The event was organised by Shri Anand Bhairdev Sthana Samiti in the presence of Chairman Sachin Tripathi, President Dilip Sankar, Executive President Manju Sankar, Secretary General Bagesh Mishra and Ravi Sharma. In today’s event, Bhauradev Aarti Homaya, devotional music programs and some other bhog are arranged. Former MLA of Jorasanko constituency in north Kolkata, Smita Bakshi, Sanjay Bakshi and Soldier of Trinamool Congress Soum Bakshi, Baranagar MLA Tapas Roy, Councillor of Ward No. 39 Md. Jasim Uddin, many distinguished guests were present at today’s main event.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights