কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো পেনপ্রিন্টস প্রকাশনার একগুচ্ছ বই


ইন্দ্রজিৎ আইচঃ আজ কলকাতা প্রেস ক্লাবে পেন প্রিন্টস প্রকাশন থেকে প্রকাশিত হলো একগুচ্ছ নানাবিধ পুস্তক। এই সব কটি ইংলিশ বই। এর মধ্যে কাবেরী চট্টোপাধ্যায় এর The twilight Bells, কেতকী দত্তর The music of Eternity, অমৃতা রায় এর Until birds sing ও অজু মুখোপাধ্যায়ের vast Akash এই চারটি কবিতার বই এবং সৌমেন রায়ের Scar নামে একটি গল্পের বই প্রকাশিত হয় আজ। সকলেই আজ উপস্থিত ছিলেন। আজ প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই বই গুলোর প্রকাশক ও প্রফেসর শ্রীতন্বী চক্রবর্তী জানালেন এই প্রকাশন তাদের নতুন। আরো বই সামনের বই মেলায় প্রকাশিত হবে। আমরা অনুবাদের বই, গল্প, কবিতা সহ ভালো উন্নত মানের বই আমরা ছাপি। এই বই গুলো যেমন বইমেলায় পাওয়া যাবে তেমন অন লাইনে কেনা যাবে। লেকটাউন জয়া সিনেমা হলের কাছে তাদের এই প্রকাশনা বিভাগ।

Indrajit Aich: Today, a bunch of different books have been published from Pen Prints Publication at the Kolkata Press Club. These are all English books. Of these, Kaveri Chatterjee’s The Twilight Bells, Ketaki Dutta’s The Music of Eternity, Amrita Roy’s Until Birds Sing and Aju Mukherjee’s Vast Akash are the four books of poetry and Soumen Roy’s a story book titled Scar. Everyone was present today. At a press conference at the Press Club today, the publisher of these books and professor Sritanvi Chakraborty said that this publication is new to them. More books will be published at the upcoming book fair. We print good quality books including translation books, stories, poems. These books can be purchased online as they can be found in the book fair. Their publishing division is near Laketown Jaya Cinema Hall.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights