আই এফ এ-র উদ্যোগে পঞ্চম আটিলিয়ার ২২-ফ্যাশন ডিজাইনার শো অনুষ্ঠিত হয়ে গেল কলকাতায়


Raj kumar das: আইওনিক ফ্যাশন একাডেমির উদ্যোগে পঞ্চম আটিলিয়ার ২২-ফ্যাশন ডিজাইনার শো অনুষ্ঠিত হয়ে গেল শনিবার কলকাতায়। প্রায় পনের জন ডিজাইনারের ডিজাইন করা পোষাক পরে মডেলরা রাম্পে হাঁটেন। ওয়েস্টার্ন হোক কিংবা বাংলার শাড়ি সবকিছুই ছিল এই শোয়ের মঞ্চে। এক রঙ্গীন রঙে বেশ জমজমাট হয়ে উঠেছিল ফ্যাশন শো টি।আধুনিকতার ছোঁয়া মানুষের জীবন শৈলীকে পরিবর্তন করতে সাহায্য করে আর তাই নিজেদের লাইফ স্টাইল পাল্টাতে ফ্যাশন নিয়ে আজকের যুব সমাজ অনেকটাই এগিয়ে তা বলা যায়। পাশ্চাত্য ডিজাইন কিংবা স্বদেশীয়তার ছাপ সবটাই মানুষের সৌন্দর্য বৃদ্ধিতে রুচিশীল করে তুলতে সাহায্য করে  আর সেই লক্ষেই এই ফ্যাশন ডিজাইনার শোর আয়োজন বলে জানান আই এফ এ-র ডিরেক্টর আসিফ ইকবাল হাসান। অপর ফ্যাশন ডিজাইনার প্রীতম পাল জানান মানুষকে বদ্ধ জীবন থেকে রিলাক্স করতে এবং ফ্যাশন নিয়ে সকলকে নিজেদের পছন্দকে আরও এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে এই ধরণের ফ্যাশন শো গুলি। দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রমের পর মানুষের কাছে ভালো লাগলেই আমাদের কাজ করা স্বার্থক বলে মনে হয়।

Raj Kumar Das: The 5th Attilia 22-Fashion Designers Show was organized by the Ionic Fashion Academy in Kolkata on Saturday. The models walk the ramp wearing costumes designed by about fifteen designers. Be it western or Bengali sarees, everything was on the stage of this show. The fashion show became quite colorful in a colorful color. The touch of modernity helps to change the lifestyle of people and so it can be said that today’s youth is far ahead in fashion to change their lifestyle. Asif Iqbal Hasan, director of IFA, said that western design or the impression of indigenousness all help to make people interested in enhancing the beauty and that is why this fashion designer show is organized. Pritam Paul, another fashion designer, said that these types of fashion shows help people to relax from their closed life and take everyone forward with their choice of fashion. After working tirelessly for a long time, it seems to be beneficial for us to work only when people like it.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights