শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে তীর্যক ভাষায় আক্রমণ করেন


নবদ্বীপে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে তীর্যক ভাষায় আক্রমণ করেন। উল্লেখ্য আজ নদীয়া সফরে আসছেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সফর সূচীতে রয়েছে একাধিক প্রশাসনিক বৈঠক ও রাজনৈতিক কর্মসূচী, তার আগের দিন, সোমবার নদীয়ার মন্দির নগরী নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস উৎসবে এসে তীর্যক ভাষায় নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।
গতকাল সন্ধ্যার পর নবদ্বীপ শহরের স্টেশন সংগ্লগ্ন বিশ্বাস পাড়া ও বিবেকানন্দ কলোনি মহিলা পরিচালিত নটরাজ পুজোর উদ্বোধনে আসেন তিনি। পুজোর উদ্বোধন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। পুজোর উদ্বোধনের সাথে তিনি নাম সংকীর্তন ও করেন।
At Nabadwip, leader of opposition in the state Suvendu Adhikari attacked Mamata Banerjee and the state government. It is to be noted that Chief Minister Mamata Banerjee is scheduled to visit Nadia today, her visit includes a series of administrative meetings and political programs, a day before, on Monday, suvendu Adhikari attacked Mamata Banerjee and the state government without naming her in the best festival rasa festival of nabadwip, the temple town of Nadia. He came to inaugurate the Nataraj Puja, run by the women of Biswas Para and Vivekananda Colony, the station of Nabadwip town, after yesterday evening. After the inauguration of the puja, he faced the media. Along with the inauguration of the puja, he also did naam sankirtan.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights