নবদ্বীপ পুলিশ থানায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। উপস্থিত বিধায়ক ও পৌরপতি সহ অনেকে। 


গোপাল বিশ্বাস -: নদীয়া-ঃ নদীয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে ও নবদ্বীপ  পুলিশ থানার পরিচালনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির।  এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা,পৌরপতি বিমান কৃষ্ণ সাহা,নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ , নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক অভিজিৎ চ্যাটার্জি,  সহ  নবদ্বীপ পুলিশ থানার অফিসার ও কর্মীবৃন্দ। এদিনের রক্তদান শিবির অনুষ্ঠিত হয় নবদ্বীপ থানার কনফারেন্স হলে।
এদিনের এই  রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্ত সংগ্রহ করেন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীবৃন্দ এবং এদিন স্বেচ্ছায় রক্তদান নবদ্বীপ পুলিশ থানার অফিসার থেকে সিভিক ভলেন্টিয়ার,  পুলিশ কনেস্টবল সকলে।
এদিনের এই রক্তদান কর্মসূচী সম্পর্কে নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক বলেন, বর্তমান সময়ে রক্তের সমস্যার সমাধান করতে ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের দাঁড়াতেই তাদের এই রক্তদান শিবিরে র আয়োজন করা । নবদ্বীপ থানার উদ্যোগে এহেন সামাজিক কাজে খুশি সকলেই।
Gopal Biswas: Nadia: A voluntary blood donation camp was organized under the initiative of Krishnanagar Police District of Nadia and under the management of Nabadwip Police Station.  Nabadwip MLA Pundrikaksha Saha, Pourapati Biman Krishna Saha, Nabadwip Panchayat Samiti President Tapas Ghosh, Nabadwip Police Station Officer Avijit Chatterjee, officer-in-charge of Nabadwip police station and officials and staff of Nabadwip police station were present at the blood donation camp. The blood donation camp was held at the conference hall of Nabadwip police station. Doctors and health workers of Nabadwip State General Hospital collected blood from the blood donation camp and donated blood voluntarily on this day from the officers of Nabadwip Police Station to civic volunteers and police constables. Talking about the blood donation programme, the officer-in-charge of Nabadwip police station said, “In order to solve the problem of blood in the present time and to stand up to the people of different strata of the society, they have organized this blood donation camp. Everyone is happy with this social work at the initiative of Nabadwip Police Station.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights