১১১ নং ওয়ার্ড জুড়ে বিভিন্ন উন্নয়ণমূলক প্রকল্পের আজ উদ্বোধন


মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়ের সহযোগিতায় ও পৌরপিতা সন্দীপ দাসের এক বছরের কার্য্যকালের মেয়াদ পূর্তি উপলক্ষ্যে ১১১ নং ওয়ার্ড জুড়ে বিভিন্ন উন্নয়ণমূলক প্রকল্পের আজ উদ্বোধন হলো।
১) কামডহরি নারকেলবাগানে দুর্গন্ধযুক্ত ও আবর্জনায় ভরা একটি অঞ্চলকে পরিষ্কার করে সাজিয়ে ফুড পার্ক “এসো বসো আহারে” নির্মাণ।
২) জল সমস্যার স্থায়ী সমাধানে ব্রহ্মপু্র প্লেসে “বিগ ডায়া পাম্প” স্থাপন।
৩) ব্রহ্মপু্র প্লেসের অনুন্নত অঞ্চলে পুকুর পাড় বাঁধিয়ে ঢালাই রাস্তা নির্মাণ ও অঞ্চল উন্নয়ন।
৪) অন্ধকারাচ্ছন্ন পেয়ারাবাগানে মিনিমাস্ট আলো লাগিয়ে আলোকায়ন করা।
৫) তালতলা মোড়ের সৌন্দর্য্যয়নে সাইনেজ স্থাপন।
উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। উপস্থিত ছিলেন বরো চেয়ারম্যান শ্রী তারকেশ্বর চক্রবর্তী মহাশয়। সভাপতিত্ব করেন ১১১ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী সন্দীপ দাস মহাশয়।

With the inspiration of Hon’ble Chief Minister Mamata Banerjee, with the support of Hon’ble Minister Arup Biswas Sir and on the occasion of completion of one year term of Municipal Father Sandeep Das, various development projects were inaugurated across ward no. 111 today.
1) Construction of food park “Eso Baso Ahare” by cleaning an area filled with stinking and garbage in Kamdahari coconut garden.
2) Installation of “Big Dia Pump” at Brahmapur Place for permanent solution of water problem.
3) Construction of welded roads and development of the area by tying the banks of ponds in the underdeveloped areas of Brahmapur Place.
4) Lighting the dimast light in the dark guava garden.
5) Installation of signage in the beauty of Taltala intersection.
Hon’ble Minister Shri Arup Biswas inaugurated it. Mr. Tarakeshwar Chakraborty, Chairman of the Borough was present. Mr. Sandeep Das, Municipal Representative of Ward No. 111 presided over the function.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights