পুরুষ অধিকারের পুরুষ কথা


নিজস্ব প্রতিবেদনঃ ১০ই ডিসেম্বর, বাংলার বৃহত্তম পুরুষ অধিকার আন্দোলন সংগঠন অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজর প্রেক্ষাগৃহে উদ্বোধন হতে চলেছে অভিযানের মুখপত্র “পুরুষ কথা”র, তার সঙ্গে ভারতের বৃহত্তম পুরুষ অধিকার আন্দোলন কর্মী, দীপিকা নারায়ণ ভরদ্বাজের বিখ্যাত ডকুমেন্টরি ফিল্ম ‘INDIA’S SONS ” এর স্ক্রিনিং । উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকছেন শ্রী দেবাংশ ভট্টাচার্য, ডেপুটি কমিশনার অফ পুলিশ শ্রী সিদ্ধার্থ ব্যানার্জী, ডেপুটি সুপারিডেন্ট অফ পুলিশ শ্রী জয়দেব বসু, বিশিষ্ট সংবাদিক শ্রী জয়ন্ত ঘোষাল, শ্রী শিবাশীষ ব্যানার্জি ও আরো অন্যান্য গুণী ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা তথা জেনারেল সেক্রেটারি শ্রী গৌরব রায় জানান সারা পশ্চিমবঙ্গের যে কোন প্রান্তে কোন পুরুষ যদি কোন মহিলার দ্বারা মিথ্যে ষড়যন্ত্রের শিকার হন তাহলে সেই অসহায় পুরুষটির পাশে দাঁড়িয়ে তাদের সংগঠন অভিযান লড়াই করছে ও করবে। সংগঠনের চেয়ারপারসন শ্রীমতি স্মিতা দাস রায় জানান আজ বহু পুরুষ মহিলাদের মিথ্যে চক্রান্তের শিকার হয়ে আজ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, তাই তাদের সংগঠনের মহিলা সদস্যরা সেই সব দাদা ও ভাইদের পাশে দাঁড়িয়ে সেই সকল ষড়যন্ত্রকারী মহিলাদের বিরুদ্ধে সংঘটিতভাবে লড়াই করবে। সংগঠনের কো-অর্ডিনেটর শ্রীমতি রিয়া শর্মা জানান বাংলার বুকে অভিযান এমন একমাত্র পুরুষ অধিকার আন্দোলন সংগঠন যেখানে প্রেসিডেন্ট একজন মহিলা, চেয়ারপারসন একজন মহিলা, কোর কমিটির সদস্য মহিলা, জেলা সভাপতিরা মহিলা, সুতরাং আজ বাংলার মহিলারা সংঘটিতভাবে তাদের ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করার জন্য প্রস্তুত, সংগঠনের প্রধান মুখপাত্র সুমন সাদুখাঁ জানান বাংলার যে কোন প্রান্তে যে কোন অসহায় পুরুষ মহিলাদের দ্বারা আক্রান্ত ও নির্যাতিত হলে তারা যেন অভিযানের হেল্পলাইন নাম্বার ৮৩৩৫০০৩৫০০ তে যোগাযোগ করেন।

On December 10, The Abhiyan Welfare and Charitable Trust, the largest men’s rights movement organization in Bengal, is going to inaugurate the campaign’s mouthpiece “Purush Katha” in the auditorium of Sealdah Surendranath College, along with the screening of india’s largest men’s rights activist, Deepika Narayan Bhardwaj’s famous documentary film ‘INDIA’S SONS’. Mr. Debansh Bhattacharya, Deputy Commissioner of Police Mr. Siddhartha Banerjee, Deputy Superintendent of Police Mr. Joydeb Basu, eminent journalists Mr. Jayanta Ghoshal, Shri Shivashish Banerjee and other dignitaries will be present on the occasion. On the occasion, the founder and general secretary of the organization, Shri Gaurav Roy, said that if a man is a victim of a false conspiracy by a woman in any part of West Bengal, then his organization is fighting and fighting the campaign by standing beside that helpless man. Smt. Smita Das Roy, chairperson of the organization, said that today many men are choosing the path of suicide due to the false conspiracy of women, so the women members of their organization will stand beside those grandfathers and brothers and fight against those conspiratorial women. Smt. Riya Sharma, coordinator of the organization, said that such a campaign in the heart of Bengal, the only men’s rights movement organization where the president is a woman, the chairperson is a woman, the core committee members are women, the district presidents are women, so today the women of Bengal are ready to stand beside their brothers and fight. Sumon Sadukhan, the chief spokesperson of the organization, said that if any helpless man is attacked and tortured by women in any part of Bengal, they should contact the helpline number 8335003500 of the campaign.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights