সামান্য গরু বাঁধাকে কেন্দ্র করে এতবড় ঘটনা!


মালদা: গরু বাঁধাকে কেন্দ্র করে গন্ডগোল অকথ্য ভাষায় গালিগালাজ। প্রতিবাদ করায় আক্রান্ত এক মহিলা। কাঁচের বোতল দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ। ঘটনায় চারজনের নামে হবিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিপুর থানার কেন্দপুকুর এলাকায়। জানা গেছে আক্রান্ত ওই মহিলার নাম মধু-মালা গায়েন। তার অভিযোগ রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে গরু বাঁধাকে কেন্দ্র করে গন্ডগোল বাদে প্রতিবেশী ধীরেন কর্মকারের সাথে। এই নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাদের। প্রতিবাদ করায় তার মাকে থাপ্পড় মারা হয়। এরপরই ধীরেন কর্মকারসহ তার পরিবারের চারজন মধুমালা গায়েনকে মারধর করে বলে অভিযোগ। মদের বোতল দিয়ে মাথায় আঘাত করা হয়। সোমবার সকালে হবিবপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এদিকে বর্তমানে ওই মহিলা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Malda: There is a ruckus over cow tying and abuse in unspeakable language. A woman was attacked for protesting. He was accused of hitting the head with a glass bottle. A written complaint has been lodged with Habibpur police station against four people in connection with the incident. The incident took place in Kendpukur area of Habibpur police station. It is learned that the victim’s name is Madhu-Mala Gayen. His complaint was with neighbour Dhiren Karmakar on Sunday evening, except for a ruckus over tying a cow next to his house. They were abused in unspeakable language about this. His mother was slapped for protesting. After this, four of his family members, including Dhiren Karmakar, allegedly beat Madhumala Gayen. He was hit on the head with a liquor bottle. A written complaint was lodged with Habibpur police station on Monday morning. The woman is currently undergoing treatment at Malda Medical College Hospital.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights