ইন্দ্রজিৎ আইচঃ “আমাদের চারপাশে ঘটতে থাকা বাস্তব জীবনেরই কাহিনী অবলম্বন করে ‘আর কে এন্টারটেনমেন্ট’ তৈরি করেছে ‘স্ট্রাগল’ (Struggle)”, বললেন জুনেইদ খান (Zunaid Khan)। আজ ভবানীপুরের ইন্দিরা সিনেমা হলে ‘স্ট্রাগল’ ছবির প্রিমিয়ার শো (Premier Show)-তে উপস্থিত থেকে জুনেইদ এই কথা বলেন। জুনেইদ ছাড়াও প্রিমিয়ার শো-তে হাজির ছিলেন এই ছবির অভিনেত্রী সান্ত্বনা, রোহিনী সহ চলচ্চিত্রের অধিকাংশ কলাকুশলীগণ। প্রিমিয়ার শো-তে উপস্থিত ছিলেন সাংসদ ও রাজ্যের পরিবহন মন্ত্রী শুভাশিস চক্রবর্তী।