৩৯ হাজার টাকার জাল নোট সহ এক যুবক গ্রেফতার


মালদা: ৩৯ হাজার টাকার জাল নোট সহ এক যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃত যুবক মালবাজার জিআরপি থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত বলে এসটিএফ সূত্রে জানা যাচ্ছে। ধৃতকে আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম শুভ নন্দি (৩৪)। বাড়ি জলপাইগুড়ির মালবাজার থানার বিধানপল্লি এলাকায়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে রথবাড়ি এলাকায় হানা দিয়ে ৩৯ হাজার টাকার জাল নোট সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃত যুবক তারাপীঠ থেকে মালদা হয়ে নিজের বাড়ি ফিরছিল।

Malda: The State Police’s STF has arrested a youth with fake currency notes worth Rs 39,000. According to STF sources, the arrested youth is working as a civic volunteer of Malbazar GRP police station. The accused was produced before the Malda district court today on an application for police custody. According to STF sources, the arrested youth has been identified as Shubha Nandi (34). The house is located in Bidhanpalli area of Malbazar police station in Jalpaiguri. Acting on a tip-off, police raided rathbari area last night and arrested the man with fake currency notes worth Rs 39,000. According to reports, the arrested youth was returning home from Tarapith via Malda.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights