অনুষ্ঠিত হলো গরিফা নাট্টায়ণের ২৪ তম বর্ষের নাট্য উৎসব ২০২২


ইন্দ্রজিৎ আইচঃ সম্প্রতি নৈহাটির ঐকতান মঞ্চে অনুষ্ঠিত হলো গরিফা নাট্টায়ণের ২৪ তম নাট্য উৎসব ২০২২। এই উৎসবের শুভ সূচনা করেন গ্রুপ থিয়েটার পত্রিকার সম্পাদক দেবাশিস ব্যানার্জী, নাট্যকার ও অভিনেতা দুলাল চক্রবর্তী, শান্তনু মজুমদার, শিবশঙ্কর চক্রবর্তী, দেবকুমার দাস সহ আরো অনেক নাট্য ব্যাক্তিত্ব। পাঁচ দিনের এই নাট্য উৎসবের প্রথমদিন মঞ্চস্থ হয় কাবেরী মুখোপাধ্যায় নির্দেশিত কাঁচড়াপাড়া ফিনিকের নাটক ওরা নন্দিনীরা। এর পর ছিলো গড়িফা নাট্টায়ণের ছোটদের নাটক পান্তাবুড়ি। রচনা শ্রীজীব গোস্বামী। নির্দেশনা সুকদেব চক্রবর্তী। সকলের নজর কাড়ে এই নাটকটি। এর পর মঞ্চস্থ হয় হালিশহর মাটির নিবেদন জামব্য। নির্দেশনা পরিমল মিস্ত্রি। দ্বিতীয়দিন নাটক ছিলো শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠীর নাটক কারাবন্দী। রচনা ও নির্দেশনা দিলীপ ঘোষ। গোবরডাঙ্গা নাট্টায়ণের নাটক বদনাম। নির্দেশনা নারায়ণ বিশ্বাস। হালি শহর বাংলার সিঞ্চনের নাটক সরল সমীকরণ। রচনা সুকদব চক্রবর্তী। নির্দেশনা যোগরাজ চৌধুরী। তৃতীয়দিন পরিবেশিত হয় সমাজ দর্পণ দক্ষিণ বারাসাতের নাটক এখন মানুষ। নির্দেশনা গাজী এফরাফিল। এর পর মঞ্চস্থ হয় ইউনিট মালঞ্চ হালিশহরের নাটক স্বপ্নের এক ফেরিওয়ালা।নির্দেশনা দেবাশিস সরকার। শেষে ছিলো গরিফা নাট্যায়ণের নাটক আলোর দিশা।
রচনা ও নির্দেশনা দেবকুমার দাস। সামগ্রিক পরিকল্পনা কনক মুখোপাধ্যায়। এই নাটকটি সকলের মনোরঞ্জন করে।
চতুর্থদিনে মঞ্চস্থ হয় বীরনগর মালঞ্চর নাটক ভোরাই। নির্দেশনা কনক মুখোপাধ্যায়। পরিবেশিত হয় যুব নাট্য সংঘ কাকদ্বীপের নাটক নাগরিক। পরিচালনা দীপক মাইতি। এইদিনের শেষ নাটকটি ছিলো জাগৃতি – আত্পুরের নাটক
পাঁচ ফোড়ন। নির্দেশনা শক্তি কুমার ঘোষ। পঞ্চম অর্থাৎ শেষ দিনে মঞ্চস্থ হয় নটমহল – তমলুকের নাটক শুভদৃষ্টি – ফুলসজ্জা। নির্দেশনা দিলীপ বিশ্বরূপ। পরের নাটকটি ছিলো ঢাকুরিয়া চন্দ্রদ্বীপ নাট্য দলের নাটক একদিন ঠিক। রচনা ও নির্দেশনা মলয় সেনগুপ্ত। এই উৎসবের শেষ নাটকটি ছিলো মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের নাটক ঘরে ফেরা। রচনা ও নির্দেশনা স্বপন দাস। সব মিলিয়ে মহা সমারোহে নৈহাটির ঐকতান মঞ্চে উদযাপিত হলো পাঁচ দিনের এই নাট্য উৎসব।Indrajit Aich: The 24th Theatre Festival 2022 of Garifa Nattayan was held recently at The Aikatan Mancha in Naihati. Debashis Banerjee, editor of Group Theatre, playwright and actor Dulal Chakraborty, Santanu Majumdar, Shibshankar Chakraborty, Debkumar Das and many other theatre personalities inaugurated the festival. On the first day of the five-day festival, Kachrapara Finique’s play Ora Nandinira, directed by Kaveri Mukherjee, was staged. Then there was Garifa Nattayan’s children’s play Pantaburi. Written by Shrijeev Goswami. Directed by Sukdev Chakraborty. This play caught everyone’s attention. After this, halishahar matir nivedan jamavya was staged. The instruction is Parimal Mistri. On the second day, the play was the play of Srinagar Habra Natya Milan Group, Karabandi. Written and directed by Dilip Ghosh. Gobardanga Nattayan’s play Badnam. Directed by Narayan Biswas. The city of Hali is a simple equation in the drama of The Sinchan of Bengal. Written by Sukdab Chakraborty. Directed by Yograj Chowdhury. On the third day, the play of Samaj Darpan Dakshin Barasat is now people. Directed by Gazi Efrafil. After this, unit Malanch Halishahar’s play Swapnar Ek Pheriwala was staged. Directed by Debashis Sarkar. At the end, there was the direction of the drama light of Gorifa Natyayan.

Written and directed by Debkumar Das. The overall plan is Kanak Mukherjee. This play entertains everyone.
On the fourth day, Birnagar Malanchar’s play Bhorai was staged. Directed by Kanak Mukherjee. The drama citizen of Kakdwip, the youth drama association, was performed. Directed by Deepak Maity. The last play of this day was Jagriti – Atpur’s play Five boils. Directed by Shakti Kumar Ghosh. On the fifth day, that is, on the last day, Natmahal – Tamluk’s play Shuvodrishti – Phoolsajja is staged. Directed by Dilip Vishwaroop. The next play was the play of Dhakuria Chandradwip Theatre Group one day. Written and directed by Malay Sengupta. The last play of this festival was the play Ghar Phera of Murshidabad Raghunathganj Theatre Group. Written and directed by Swapan Das. All in all, the five-day drama festival was celebrated at the Aikatan Mancha of Naihati in a grand ceremony.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights