৩৮ তম নদীয়া বইমেলা ১২-১৮ ডিসেম্বর ২০২২


নিজস্ব প্রতিবেদনঃ পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় শান্তিপুর পাকলিক লাইব্রেরী কৃত্যক নদীয়া জেলার শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উদ্যোগে ও জেলা বইমেলা কমিটির পরিচালনায় ৩৮ তম নদীয়া বইমেলা ১২-১৮ ডিসেম্বর ২০২২ অনুষ্ঠিত হচ্ছে শান্তিপুর পাবলিক লাইব্রেরীর নিজস্ব প্রাঙ্গনে। এই উপলক্ষ্যে ১২ ই ডিসেম্বর ২০২২ পশ্চিমবঙ্গের গ্রন্থাগার ও জনশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব সিদ্দীকুল্লাহ চৌধুরী মহাশয় দ্বারা শুভ সূচনা ঘটলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক তথা সংস্কৃতি মনস্ক মানুষ ডঃ ব্রজ কিশোর গোস্বামী সহ নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু মহাশয়া, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মানস কুমার সান্যাল, সহকারী সচিব, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের শ্রী জয়ন্ত কালী মুখার্জী, শান্তিপুর পৌরসভার পৌরপতি শ্রী সুব্রত ঘোষ মহাশয়, লোকাল লাইব্রেরী অথরিটির সদস্য শ্রী শিবনাথ চৌধুরী মহাশয়, রানাঘাট মহকুমা শাসক ডঃ হারিস রসিদ, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) তথা কার্য্যকরী সভাপতি শ্রী শেখর সেন মহাশয় ও অন্যান্য বিশিষ্ট মানুষজন।

The 38th Nadia Book Fair will be held on December 12-18, 2022 at the santipur public library premises under the auspices of the Government of West Bengal. On this occasion, on 12th December 2022, the auspicious beginning was made by Mr. Siddiqullah Chowdhury, Acting Minister of Library and Public Education department of West Bengal. Among others, President of Nadia Zilla Parishad Rikta Kundu Mahasaya, Vice-Chancellor of Kalyani University Dr Manas Kumar Sanyal, Assistant Secretary, Department of Public Education Extension and Library Services, Government of West Bengal, Shri Jayanta Kali Mukherjee, Municipality Of Shantipur Municipality, Mr. Subrata Ghosh, Member of Local Library Authority, Mr. Shibnath Chowdhury, Member, Local Library Authority were present on the occasion. Ranaghat Sub-Divisional Magistrate Dr Haris Raseed, Additional District Magistrate (General) and Executive President Shri Shekhar Sen Sir and other dignitaries.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights