ইসলামপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ


ইসলামপুরঃ মোহাম্মদ জাকারিয়াঃ আবাস যোজনার ঘরের তালিকায় নাম না থাকায় ইসলামপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি সমর্থকরা। এদিন রেলি শুরু হয় ইসলামপুর বাস টার্মিনাস থেকে বিডিও অফিস পর্যন্ত যায়। সেখানে অনেকক্ষণ ধরে বক্তব্য দেয় কোন আধিকারিকের ইশারা না পাওয়ায়  অফিসের সামনে ধরনায় বসে যায় বিজেপি কর্মী সমর্থকরা। এদিন বিডিও ও তৃণমূল কর্মীদের দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি কর্মীরা। এদিন ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলার সহ-সম্পাদক সুরজিৎ সেন ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ। সুরজিৎ সেনের বক্তব্যে উঠে আসে যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নাম তালিকায় বাদ পড়েছে। তিনি আরো বলেন তৃণমূলের কিছু দালালকে টাকা না দেওয়াতে তাদের নাম বাদ পরে যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় এমন কিছু লোকের নাম এসেছে তালিকায় যাদের পাকা ছাদের বাড়ি আছে। আমরা ইসলামপুর ব্লক উন্নয়ণ সমষ্টি আধিকারিকের কাছে আবেদন করছি যাতে সঠিকভাবে তদন্ত করে আবাস যোজনার নামের তালিকা প্রকাশিত হয়।

বিজেপি সমর্থকদের দাবি ছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনা নামের যে সকল প্রশাসন কর্মকর্তারা জড়িত তাদের নামে থানায় FIR করতে হবে। অবিলম্বে পূর্ণ পুঙ্খানুভাবে তদন্ত সাপেক্ষে আবেদনকারীদের প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইয়ে দেওয়ার সুব্যবস্থা করতে হবে। যারা যারা একাধিকবার ঘর পেয়েছে বা ঘরের নামে টাকা বরাদ্দ হয়েছে তাদের নামে FIR করতে হবে।
অবিলম্বে যারা যারা ২০২২ ও ২৩ বর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে। তাদের পুঙ্খানুভাবে তালিকা প্রকাশ করতে হবে। এই ডেপুটেশন কর্মসূচিতে ইসলামপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছিল বিডিও অফিসের সামনে।
Islampur: BJP supporters staged a protest in front of the Islampur BDO office as their names did not figure in the list of houses under the housing scheme. On this day, the rally started from Islampur bus terminus to the BDO office. Supporters of BJP workers sat on a dharna in front of the office as there was no indication from any official who spoke there for a long time. Bjp workers accused the BDO and TMC workers of corruption. Bjp’s district co-secretary Surjit Sen and other leaders were present at the deputation programme. Surjit Sen’s statement revealed that the names of those who are eligible for a house have been excluded from the list. He added that some tmc brokers were left out of their names for not giving money. In the Pradhan Mantri Abas Yojana, the names of some people who have pucca roof houses have been included in the list. We are appealing to the Islampur Block Development Community Officer to conduct a proper investigation and publish the list of names of the housing scheme.
Bjp supporters demanded it. An FIR will have to be filed in the name of the administration officials who are involved in the name of Pradhan Mantri Abas Yojana. Arrangements should be made immediately to provide the Prime Minister’s Housing Scheme to the applicants subject to a thorough investigation. Those who have got houses more than once or have been allocated money in the name of the house will have to do FIR in their name.
Immediately those who got houses under the Pradhan Mantri Abas Yojana in the year 2022 and 23. They have to publish the list thoroughly. In this deputation program, the Islampur police administration deployed tight security guards in front of the BDO office.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights