কলকাতায় শুরু হলো তিনদিনের কেবিল টিভি অপারেটরদের সন্মেলন ২০২৩


ইন্দ্রজিৎ আইচঃ সায়েন্স সিটি গ্রাউন্ডে অনুষ্ঠিত হল, তিনদিনের কেবিল অপারেটরদের তিনদিনের সম্মেলন। ১১ জানুয়ারি বুধবার এই সন্মেলনের উদ্বোধনে উপস্থিত ছিলেন এই সন্মেলনের চেয়ারম্যান পবন জাজোডিয়া, সম্পাদক কে কে বিনানি, প্রেসিডেন্ট রাজেশ দোষী, ভাইস প্রেসিডন্ট রাজেন্দ্র প্রসাদ আগরওয়াল। এই সন্মেলনে ১০০০০ হাজার কেবিল অপারেটর যোগ দিয়েছে। রাজ্যে কেবিলের সুবিধা, অসুবিধা সব নিয়ে আলোচনা হবে। মেলার বিভিন্ন স্টলে কেবলের তার, বোর্ড, সুইজ সহ আরো অনেক কিছুর প্রদর্শনী চলছে। এই কেবিল টিভি শো ২০২৩ চলল ১৩ ই জানুয়ারি পর্যন্ত। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই মেলা ও সম্মেলন চলবে।

Indrajit Aich: A three-day conference of cable operators was held at The Science City Ground. Chairman of the conference Pawan Jajodia, Secretary K K Binani, President Rajesh Guilty and Vice President Rajendra Prasad Agarwal were present at the inauguration of the conference on Wednesday, January 11. 10000 thousand cable operators have joined this conference. The advantages and disadvantages of kebil in the state will be discussed. There is an exhibition of cable wires, boards, switches and many more in different stalls of the fair. This Cable TV show 2023 went on till January 13. The fair and conference will run from 11am to 6pm.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights