টিভি নাইন বাংলার নিউজ সিরিজ ‘নেতাজি কোথায়?’


কলকাতা, ২২শে জানুয়ারি: ১৯৪১ সালের ১৬ জানুয়ারি। গভীর রাতে ইংরেজ গোয়েন্দাদের কড়া নজরদারি এড়িয়ে এলগিন রোডের বাড়ি থেকে এক বিপদশঙ্কুল অনিশ্চিত পথে যাত্রা করলেন সুভাষচন্দ্র বসু। সেই মহানিষ্ক্রমণের সঙ্গী ভাইপো শিশিরকুমার বসু। নিজের ওয়ান্ডারার গাড়িতে করে নেতাজিকে গোমো স্টেশনে পৌঁছে দিলেন শিশির। কালকা মেলে চড়ে দিল্লি গেলেন সুভাষ। সেথান থেকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পেশোয়ার হয়ে আফগানিস্তানের কাবুল। তার পর মস্কো হয়ে জার্মানি। লক্ষ্য একটাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন-বিরোধী অক্ষশক্তির সাহায্য নিয়ে ভারতকে স্বাধীন করা। সেই স্বপ্ন সফল করার পথে অনেক দূর পর্যন্ত এগিয়েছিলেন নেতাজি। ভারতের মাটিতে স্বাধীনতার পতাকা উড়িয়েছিল আজাদ হিন্দ ফৌজ। স্বাধীন ভারতের চেহারা কেমন হবে, কোন লক্ষ্য নিয়ে এগিয়ে চলবে পরাধীনতার শৃঙ্খলামুক্ত দেশ– সেই ছবিটা স্পষ্ট ছিল নেতাজির মনে। নানা বক্তৃতায় বার বার সেই কথা বলেছেন। সীমিত সময়ে স্বাধীন ভারতের সরকারের প্রধান হিসেবে হাতে-কলমে করে দেখিয়েওছেন সেই কাজ। স্বাধীনতার পঁচাত্তর বছর পরে আজ নেতাজির স্বপ্ন কোথায়? তাঁর দেখানো পথে কি এক কদমও এগোতে পারল দেশ?
নেতাজির মহানিষ্ক্রমণের যাত্রাপথ আর তাঁর স্বপ্ন-আদর্শের খোঁজে টিভি নাইন বাংলার নিউজ সিরিজ ‘নেতাজি কোথায়?’ ২২ জানুয়ারি, রবিবার, রাত ১০টায়।

Kolkata, January 22: January 16, 1941. Late in the night, Subhas Chandra Bose travelled from his home on Elgin Road to a dangerous uncertain path, avoiding the strict surveillance of The English detectives. Shishir Kumar Bose, the nephew of that great-smarakman. Shishir took Netaji to Gomo station in his Wanderer’s car. Subhash went to Delhi on a kalka mail. From Sethan to Kabul in Afghanistan via Peshawar in the North West Frontier Province. Then to Germany via Moscow. The goal is to liberate India with the help of the anti-British Axis powers in The Second World War. Netaji had come a long way in making that dream a success. The Azad Hind Fauj hoisted the flag of independence on Indian soil. What would be the face of independent India, with what goal the country would move forward, the picture was clear in Netaji’s mind. He said this again and again in various speeches. In a limited time, as the head of the government of independent India, he has shown that work by hand. Seventy-five years after independence, where is Netaji’s dream today? Could the country take a step forward on the path shown by him?

Tv9 Bangla’s news series ‘Where is Netaji?’ on Sunday, January 22, at 10 pm, in search of netaji’s journey and his dreams and ideals.

নেতাজি সুভাষ চন্দ্র বসু মহানিষ্ক্রমণের গাড়ি

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights