করণদীঘিতে ভারত জোড়ো যাত্রা


করণদিঘী, উত্তর দিনাজপুর: মোহাম্মদ জাকারিয়াঃ সাধারণ মানুষ নিপীড়িত, সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব, বেকার শিক্ষিত যুবক যুবতীদের চাকরীর দাবীতে, দুর্নীতিগ্রস্ত প্রশাসনের বিরুদ্ধে  এই পদযাত্রা হয় বলে কংগ্রেস সূত্রে জানা যায়।
ভারত জোড়া যাত্রার অংশ হিসেবে  বাংলায় সাগর থেকে পাহাড় যাত্রার উত্তর দিনাজপুর জেলায় এই যাত্রা অতিক্রম করে 18ই জানুয়ারি, ইটাহার থেকে শুরু হয়ে। 19ই জানুয়ারি বৃহস্পতিবার করণদিঘী বিধানসভার বোতলবাড়ি থেকে রসাখোয়া পর্যন্ত পদযাত্রা হয়। জানা যায় 20ই জানুয়ারি ইসলামপুর – চোপড়ায় এই পদযাত্রাটি শেষ হবে।
Karandighi, Uttar Dinajpur: Mohammad Zakaria: The march was held against the oppressed common people, lack of communal harmony in the society, unemployed educated youth to demand jobs, corrupt administration, according to Congress sources. As part of the Bharat Jora Yatra, the journey from the sea to the hills in Bengal crosses the North Dinajpur district and starts from Itahar on January 18. On Thursday, January 19, a march was held from Bottlebari to Rasakhowa in the Karandighi Assembly. It is learned that the march will end on January 20 at Islampur – Chopra.
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন ভারতবর্ষে বিভাজনের রাজনীতি চলছে,  সাম্প্রদায়িকতার রাজনীতি চলছে, তাকে মোকাবিলা করার জন্য  রাহুল গান্ধীর নেতৃত্বে  ভারত জোড়া যাত্রা শুরু হয়েছে। যার মূল কথা ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে হবে। ভারতবর্ষে বিভাজন নয় সম্প্রীতিক, মৈত্রী ভাতৃত্বের বন্ধনকে অটুট রাখতে হবে। জেলার কংগ্রেস নেতা আলী ইমরান রমজ (ভিক্টর) বলেন ভারত জোড়া যাত্রা কোন নির্বাচনকে কেন্দ্র করা হয়নি। ভারতের যে পরিস্থিতি আছে বিদ্বেষের রাজনীতি,  বিজেপির দ্বারা সারাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিভাজন করে রাজনীতি করার যে চক্রান্ত সারাদেশ জুড়ে চলছে। তার বিরুদ্ধে  ভারত জোড়া যাত্রা করা হয়েছে।
West Bengal Pradesh Congress Committee (WPCC) president Adhir Ranjan Chowdhury said, “The politics of division is going on in India, the politics of communalism is going on, the Bharat Jora Yatra has started under the leadership of Rahul Gandhi to counter it. The main point of which is to protect secularism. In India, the bonds of harmony, friendship and brotherhood should be kept intact, not division. District Congress leader Ali Imran Ramz (Victor) said the Bharat Jora Yatra was not aimed at any election. The politics of hatred that exists in India has been spread across the country by the BJP. The conspiracy to do politics by dividing is going on all over the country. India has been marching against him. 
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা লোকসভায় কংগ্রেস দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সী, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির সভাপতি আজাহার মল্লিক, জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলী ইমরান রমজ (ভিক্টর), পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির সম্পাদক সাহিল নায়াজ,  জেলা যুব কংগ্রেস সভাপতি  সামসাদ আলম সহ অন্যান্য প্রদেশ ও জেলা কংগ্রেস নেতৃত্ব, জেলার এই পদযাত্রায় উপস্থিত ছিলেন।
West Bengal Pradesh Congress Committee President and Leader of Congress Party in Lok Sabha Adhir Ranjan Chowdhury, MP Pradip Bhattacharya, former MP and Union Minister Deepa Dasmunsi, West Bengal Pradesh Youth Congress Committee President Azhar Mallik, District Congress President Mohit Sengupta, former MLA and Congress leader Ali Imran Ramj (Victor), West Bengal Pradesh Youth Congress Committee Secretary Sahil Nayaz, District Youth Congress President Samsad Alam and other state and district Congress leaders. He was present at the district’s march.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights