প্রজাতন্ত্র দিবস  উপলক্ষে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনী করণদিঘীর দোমোহনাতে


করণদিঘীঃ মোহাম্মদ জাকারিয়া: সারা দেশের পাশাপাশি 74 তম প্রজাতন্ত্র দিবস  উদযাপন করল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দীর্ঘদিনের সুনাম পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান, দোমোহনা আল হাবিব একাডেমী।  ২৬ শে জানুয়ারি বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল ৮টা ৪৫ মিনিটে পতাকা  উত্তোলন করে জাতীয় সংগীত গাওয়া হয়। তারপরে ছাত্র-ছাত্রীদের নিয়ে দোমোহনা মার্কেট জুড়ে রেলি চলে। এদিনের সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান ছিল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনী।দোমোহনা আল হাবিব একাডেমির প্রধান শিক্ষক বলেন দেশকে ভালোবাসার বার্তা দেওয়ার জন্যই আমরা পুরো বাজার পরিক্রম করলাম। এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানা যায়।
Karandighi: Mohammad Zakaria: Domohana Al Habib Academy, a long-known educational institution in Karandighi block of North Dinajpur district, celebrated the 74th Republic Day along with the rest of the country.  The national anthem was sung by hoisting the flag at 8.45 am on the occasion of Republic Day on Thursday, January 26. Then the rally runs across the Domohana Market with the students. The most interesting event of the day was the various science exhibitions of the students of the educational institutions. The headmaster of Domohana Al Habib Academy said, “We toured the entire market to give a message of love to the country. It is known that various cultural programs were organized on this day.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights