সারের কালোবাজারি রোধ, সস্তা ধরে সার বীজ কীটনাশক বিদ্যুৎ ডিজেল সরবরাহ করা সহ একাধিক দাবিতে সারা ভারত কৃষক ও  ক্ষেতমজদুর সংগঠনের আন্দোলন


মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ সারের কালোবাজারি রোধ, সস্তা ধরে সার বীজ কীটনাশক বিদ্যুৎ ডিজেল সরবরাহ করা সহ একাধিক দাবিতে সারা ভারত কৃষক ও  ক্ষেতমজদুর সংগঠনের পক্ষ থেকে কৃষক দের নিয়ে করণদিঘী ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘীর গোপালপুর এম এস কে স্কুলে। জানা যায় ধান পাট আলু সহ সমস্ত কৃষি দ্রব্য এম. এস. পি.চালু, সারের কালোবাজারি রোদ, সস্তা দরে সার বীজ কীটনাশক বিদ্যুৎ ডিজেল সরবরাহ করা, ক্ষেত মজদুরদের সারা বছরের কাজ ও অন্যান্য দাবিতে কৃষক আন্দোলনকে শক্তিশালী করতে সারা ভারত কৃষক ও  ক্ষেতমজদুর সংগঠনের (এ.আই. কে. কে.এম.এস.)  ডাকে ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের করণদিঘী ব্লক সেক্রেটারি মোহাম্মদ জাহির বলেন চাষীরা তাদের জমিতে দেওয়া জন্য সার যেন এম. আর.পি রেটে পাই এটা আমাদের দাবি।
Mohammad Jakaria: North Dinajpur: The Karandighi block conference was held on Sunday at Gopalpur MSK School in Karandighi, North Dinajpur district, on behalf of all India farmers and farm laborers’ organizations with several demands including preventing the black market of fertilisers, providing cheap fertilizer seeds, pesticides, electricity and diesel. It is known that all agricultural products including paddy, jute and potato M. S. All India Farmers and Farm Laborers Association (AIK KMS) to strengthen the farmers’ movement for P. Chalu, black market of fertilizers, supply of cheap fertilizers seeds pesticides electricity diesel, year round work of farm laborers and other demands. A block conference was held by calling. Karandighi block secretary of the organization Mohammad Zahir said that the farmers should apply fertilizer to their land. It is our demand to get RP rate.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights