কর্মীসভা


ডালখোলাঃ মোহাম্মদ জাকারিয়াঃ রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ও কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে কর্মী সভা অনুষ্ঠিত হয় ডালখোলায়। জানা যায় বিড়ি শ্রমিকদের নিয়ে জেলার প্রতিটি ব্লকের অঞ্চলে অঞ্চলে গিয়ে, বিড়ি শ্রমিকদের নিয়ে সভা করা হচ্ছে। INTTUC -র জেলা সভাপতি বলেন কেন্দ্র সরকারের যে বঞ্চনা, বিড়ি শ্রমিকদের মালিকরা যে টাকা দিচ্ছে না, তার জন্যই মূলত এই কর্মীর সভা। সামনের পঞ্চায়েত নির্বাচনে  এই মানুষগুলো যেন  তাদের ন্যায্য টাকা পায়,  তার জন্য গ্রামে গ্রামে গিয়ে  কর্মীসভা করা হচ্ছে। বুধবার ডালখোলা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে, ডালখোলা শহর (INTTUC Indian National Trinamool Trade Union Congress)-র পক্ষ থেকে রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ও কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে বিড়ি কারিগরী ও কর্মচারী শ্রমিক ইউনিয়নের ডাকে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন  INTTUC-র জেলা সভাপতি শেখর দাস, করণদিঘি ব্লক INTTUC-র নেতা মোহাম্মদ তুগলক। ডালখোলা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল রায়। ডালখোলা শহর INTTUC -র সভাপতি ও  প্রাক্তন কাউন্সিলর আবদুল হালিম সহ অন্যান্যরা।
Dalkhola: A workers’ meeting was held in Dalkhola to protest against the central government’s deprivation of the state and the anti-worker policies of the central government. It is learned that bidi workers are going to the area of every block of the district and meetings are being held with the beedi workers. The district president of INTTUC said that the meeting of this worker is mainly due to the deprivation of the central government, the non-payment of money to the owners of the beedi workers. In order to ensure that these people get their fair money in the upcoming panchayat elections, workers’ meetings are being held in the villages. On Wednesday, in ward no. 2 of Dalkhola Municipality, dalkhola town (INTTUC Indian National Trinamool Trade Union Congress) organized a workers’ meeting called by the Bidi Technical and Employees Workers Union to protest against the central government’s deprivation of the state and the anti-worker policies of the central government. INTTUC District President Shekhar Das and Karandighi Block INTTUC leader Mohammad Tughlaq were present on the occasion. Dalkhola town Trinamool Congress president Gopal Roy. Dalkhola city INTTUC president and former councillor Abdul Halim and others.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights