আস্থা চ্যারিটেবিল ট্রাস্টের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


করিমপুরঃ নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার অন্তর্গত জমশেরপুরে অনুষ্ঠিত হলো আস্থা চ্যারিটেবিল ট্রাস্টের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২০১৮ সালে স্থাপিত মহিলাদের এই সংস্থা। প্রতিবছরই এই সংস্থার পক্ষ থেকে বাৎসরিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। বিভিন্ন অঞ্চলের মেয়েরা এখানে অংশগ্রহণ করে থাকে। এবছর অর্থাৎ ২০২৩ সালের ৩০ ও ৩১ এ জানুয়ারি বিশেষ অনুষ্ঠান হল এই ট্রাস্টের পক্ষ থেকে। সকালবেলা পথ পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের সমাগম হয়। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন করিমপুর ৭৭ নম্বর বিধানসভার বিধায়ক মাননীয় বিমলেন্দু সিংহ রায় মহাশয়। অনুষ্ঠানে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় বিশিষ্ট শিক্ষক ও ক্রীড়াবিদ মোহন সিহি মহাশয়কে।

Karimpur: Astha Charitable Trust organized an annual sports competition and cultural program at Jamsherpur under Hogalbaria police station of Nadia district. This women’s organization was established in 2018. Every year, there is an annual sports and cultural event on behalf of this organization. Girls from different regions participate here. This year i.e. on January 30 and 31, 2023, a special program will be held on behalf of this trust. In the morning, the program begins with a road trip. The two-day event was attended by special guests. Among the special guests, Hon’ble Bimalendu Singha Roy, MLA of Karimpur No. 77 Assembly constituency was present. A special reception was given to eminent teacher and sportsman Mohan Sihi.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights