ইরানি মিত্র ভাবনা ও পরিকল্পনায় ব্রসিওর ও ২০২৩-র নতুন ক্যালেন্ডার উদ্বোধন করলেন অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়


ইন্দ্রজিৎ আইচঃ কলকাতার ফ্যাশন ডিজাইনারদের মধ্যে ইরানি মিত্র একজন সেরা বুটিক ডিজাইনার। তার কনসেপ্ট নিয়ে অনেক ছবি ও সিরিয়াল হয়েছে তেমন ছোটো ছবি বা ওয়েব সিরিজে তার পোশাক ব্যবহার হয়েছে ও হচ্ছে। সম্প্রতি সাউথ সিটির কাছে তার নিজস্ব বুটিকে উদ্বোধন হয়ে গেলো ২০২৩-র নতুন বছরের ক্যালেন্ডার ও নতুন ডিজাইনের ব্রশিওর লঞ্চ। এই ক্যালেন্ডার উদ্বোধন করলেন জনপ্রিয় অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়, অভিনেতা ওম প্রকাশ লাদাখ, ডাক্তার পার্থ হালদার ও অভিনেত্রী নীলাঞ্জনা মজুমদার। এনারা সকলেই এবারের ইরানি মিত্রর ক্যালেন্ডারের মডেল। এছাড়াও ১২ মাসের ১২ টি পাতায় ইরানি মিত্রর পোশাক পরে যারা মডেল হয়েছেন তারা হলেন জয়শ্রী মজুমদার, অনামিকা চৌধুরী, আরতি শীল, কাহিনী ভট্টাচার্য, মহুয়া রায় দাস, সিদ্ধার্থ সহেল, সম্ভু সব, রেহান কবি। সকলেই এক বাক্যে স্বীকার করেন ইরানি মিত্র এই সময়ের সেরা ডিজাইনার। নতুন শাড়ির ওপর নানা বুটিকের কাজ, মেয়েদের জুয়েলারি, লেহেঙ্গা, ছেলেদের উইন্টার কালেকসন, এমনকি ছেলেদের পাঞ্জাবী সহ নানা ধরনের নতুন ফ্যাশনের কালেকসন নিয়ে আসেন ইংরেজি ও বাংলা বছরে। সামনেই বাংলার নতুন বছর আসছে। সেই প্রসঙ্গে ইরানি মিত্র জানালেন বাংলার নতুন বছরের তার আকর্ষণ হলো বাংলার ডাইরি কাম পাজি। তাতে থাকবে তার ডিজাইন করা বাংলার পোশাক। নতুন ছেলে মেয়েদের তিনি সবসময সুযোগ দেন মডেলিং করার জন্য। এবারও তাই হবে। কথা প্রসঙ্গে ইরানি মিত্র জানালেন ২০০৯ সালে সানন্দায় ফ্যাশন ডিজাইন দিয়ে শুরু তার যাত্রা পথ।তারপর বর্তমান, ১৯- ২০ ম্যাগাজিনে তার পোশাকের নানা ধরনের ছবি প্রকাশিত হয়েছে। তার পোশাক পরে মডেল হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রানী হালদার, দেবিকা মুখোপাধ্যায়, পরিচালক রেশমি মিত্র, অভিনেতা রাহুল থেকে বহু বিখ্যাত মানুষজন। তিনি আরো জানান যে এই ক্যালন্ডারে আছে প্রতিটা পাতায় তার বুটিকের কিউবার কোড। তার পোশাক যদি কেউ পছন্দ করে কিনতে চান কিউবার কোড দিয়ে স্ক্যান করে পেমেন্ট করলেই সেই পোশাকটা তার বাড়িতে পৌঁছে যাবে। তাকে কষ্ট করে এই স্টুডিওতে আসতে হবে না। সময়, যাতায়াত খরচ সব বেচেঁ যাবে। এছাড়াও তিনি জানালেন আগামী ৯ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বর্ধমান ট্রেড ফেয়ারে এই প্রথম তার পরিচালনায় ফ্যাশনের র‌্যাম্প শো হতে চলেছে। তার ব্যান্ড অ্যাম্বাসাডর হলেন জনপ্রিয় অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়। সেখানেও ইরানি মিত্রর পোশাক পরে অনেক নতুন মডেলরা অংশ নেবে। সব মিলিয়ে ইরানি মিত্রর এই নতুন ডিজাইনের পোশাক ও ক্যালেন্ডার এবং কিউবার কোড ও ব্রসিওর এ বছর এক নতুনত্বের ছোঁয়া পেলো। এইদিন ইরানি মিত্রর স্টুডিও তে সকল তারকা – মডেল উপস্থিত ছিলো।

Indrajit Aich: Irani Mitra is one of the best boutique designers among the fashion designers of Kolkata. There have been many films and serials about his concept, as well as his clothes have been used in small films or web series. Recently, his own boutique was inaugurated near South City, the launch of the 2023 New Year’s Calendar and the new design brochure. Popular actress Devika Mukherjee, actor Om Prakash Ladakh, doctor Partha Halder and actress Nilanjana Majumdar inaugurated the calendar. All of them are models of this year’s Iranian ally’s calendar. Apart from this, those who have become models wearing iranian mitra’s costumes in 12 pages of 12 months are Jayashree Majumdar, Anamika Chowdhury, Arti Shil, Kahini Bhattacharya, Mahua Roy Das, Siddhartha Sahel, Sambhu Sab, Rehan Kabi. Everyone admits in one sentence that the Iranian ally is the best designer of this time. On the new sarees, various boutique work, girls’ jewelry, lehengas, boys’ winter collections, and even boys’ Punjabi, and many new fashion collections were brought in English and Bengali years. The New Year of Bengal is coming. In this context, Irani Mitra said that his attraction in the New Year of Bengal is the diary of Bengal. There will be Bengali clothes designed by him. He always gives new boys and girls the opportunity to do modeling. It will be the same this time. In 2009, Irani Mitra said that she started her journey with fashion design in Sananda. Then today, 19-20 magazines have published various types of pictures of her dress. Rituparna Sengupta, Indrani Halder, Devika Mukherjee, director Reshmi Mitra, actor Rahul and many famous people have become models wearing her dress. He also said that every page in this calendar contains the Cuban code of his boutique. If anyone wants to buy his clothes by scanning with the Cuban code and paying, then that dress will reach his home. He doesn’t have to come to this studio. Time, travel expenses will all be saved. She also revealed that this is going to be the first fashion ramp show under her direction at the Burdwan Trade Fair on Thursday, February 9. His band ambassador is popular actress Devika Mukherjee. There will also be many new models dressed as Iranian allies. All in all, this new design of clothing and calendar of the Iranian ally and the Cuban code and brosio got a touch of innovation this year. On this day, all the stars and models were present in the studio of The Iranian Mitra.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights