নিমতা প্রণবানন্দ বিদ্যার্থী ভবনের উদ্যোগে বস্ত্র বিতরণ


ইন্দ্রজিৎ আইচঃ ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত উত্তর ২৪ পরগনার নিমতা স্বামী প্রণবানন্দ বিদ্যার্থী ভবনের পক্ষ থেকে এলাকার মানুষদের শীতবস্ত্র প্রদান করা হল। প্রতিবছরের মতো এবারও মাঘী পূর্ণিমার আগে নবাদর্শ শ্রীমন্তপুর কালীমন্দির এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট মানুষ। নিমতা ও বিরাটি এলাকার গরীব ও পিছিয়ে পড়া মানুষদের এই বস্ত্র তুলে দেওয়া হয় স্বামী প্রনবানন্দ বিদ্যার্থী ভবনের পক্ষ থেকে। বস্ত্র তুলে দেন ভারত সেবাশ্রম সঙ্ঘের যুগ্ম সম্পাদক স্বামী ভাস্করানন্দজী মহারাজ, ডাক্তার শোভা দত্ত, লক্ষ্মী ভট্টাচার্য।

Indrajit Aich: Nimta Swami Pranabananda Vidyarthi Bhavan in North 24 Parganas, run by The Bharat Sevashram Sangha, has provided cold clothes to the people of the area. Like every year, many prominent people of the area were present at the distribution ceremony of nabadarshram Srimantpur Kali Mandir before Maghi Purnima. The clothes were handed over to the poor and backward people of Nimta and Birati areas on behalf of Swami Pranabananda Vidyarthi Bhavan. Swami Bhaskaranandaji Maharaj, joint secretary of Bharat Sevashram Sangha, Dr. Shobha Dutta and Lakshmi Bhattacharya handed over the clothes.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights