করিমপুরবাসীর গর্বের মেয়ে নন্দিতা হালদার


নদীয়া জেলার করিমপুরবাসীর গর্বের মেয়ে নন্দিতা হালদার। অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত তৃতীয় বর্ষের জাতীয় যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২- ২৩ প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছে সে। করিমপুর আনন্দ পল্লীর সাধারণ এক পরিবারের মেয়ে নন্দিতা হালদার করিমপুর পান্না দেবী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। পিতা নবকুমার হালদার দারিদ্র্যের সাথে লড়াইয়ের জন্য রয়েছেন মহারাষ্ট্রে। মাতা লিপিকা হালদার তার মেয়েকে নিয়ে স্বপ্নে ভাসছেন। সরকার যদি তাদের পাশে দাঁড়াই তবে তার মেয়ে অনেক দূর এগোতে পারে , এইরকম ভাবনা পোষণ করেন নন্দিতার মা। স্বর্ণপদক জয়ী নন্দিতা তার দু’চোখে আন্তর্জাতিক খেলার স্বপ্নে ভাসছে।

Nandita Halder is the proud daughter of karimpur residents of Nadia district. She won the women’s section of the 3rd Year National Yogasana Sports Championship 2022-23 held in Guwahati, Assam. Nandita Halder, daughter of an ordinary family of Karimpur Ananda Palli, is a second-year student of Karimpur Panna Devi College. Father Nabakumar Halder is in Maharashtra to fight poverty. Mother Lipika Halder is floating in a dream with her daughter. Nandita’s mother thinks that if the government stands by them, her daughter can go a long way. Gold medalist Nandita is floating in her dreams of playing international in both her eyes.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights