একগুচ্ছ প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ রাজ্য জুড়ে উন্নয়নের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উপস্থিতিতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন শিলান্যাস ও পরিষেবা প্রদান। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের যেমন করণদিঘী, গোয়ালপোখর সহ অন্যান্য ব্লকে রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নং ব্লকের প্রিয় কমিউনিটি হলে রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পগুলি প্রদান প্রায় ১০০ জন বেনি ফিসারিকে । এই বিতরণী কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোয়ালপোখর এক নং ব্লকের বিডিও অতনু ঘোষ জয়েন বিডিও প্রতিমা লামা, জেলার পূর্ত কর্মদক্ষ গোলাম রসূল মনি, স্বাস্থ্য কর্মদক্ষ আহমেদ রেজা, সহকারী সভাপতি সাব্বির এহেসান সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা।

Uttar Dinajpur: Along with development across the state, a series of projects were inaugurated and services were inaugurated in the virtual presence of Chief Minister Mamata Banerjee in Uttar Dinajpur district today. A number of public welfare schemes of the state government were held on Thursday in various blocks of North Dinajpur district such as Karandighi, Goalpokhar and other blocks. Around 100 bene fisheries have been given several welfare schemes by the state government at Priyo Community Hall in Goalpokhar Block No. 1 of North Dinajpur district. BDO Of Goalpokhar No. 1 Block Atanu Ghosh Joined BDO Pratima Lama, District Public Works Officer Golam Rasul Moni, Health Officer Ahmed Reza, Assistant President Sabbir Ehsan and several other high officials were present at the distribution program.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights